CV Ananda Bose vs Kunal Ghosh

পুলিশকে চাপ না দিয়ে সৎসাহস থাকলে তদন্তের মুখোমুখি হোন রাজ্যপাল! বোসকে চ্যালেঞ্জ ঘোষের

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৪ ১৭:৩৪
Share:

(বাঁ দিকে) রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কুণাল ঘোষ (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা পিটিআই। সোমবার সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা কুণাল ঘোষ বললেন, ‘‘রাজ্যপালের সৎসাহস থাকলে তিনি তদন্তের মুখোমুখি হোন। পুলিশ নিয়মনীতি মেনে নিজেদের কাজ করেছে। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আবার পুরনো কথা উঠে আসবে।’’

Advertisement

‘পুরনো কথা’ বলতে কুণাল রাজ্যপালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কথাই বলতে চেয়েছেন। যা তিনি দুই তৃণমূল বিধায়কের শপথ জটিলতার সময়ে বলেছিলেন। সে জটিলতা কেটে গিয়েছে। কিন্তু আবার পরিস্থিতি জটিল হয়েছে দুই পুলিশকর্তাকে ঘিরে।

রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই অভিযোগের ভিত্তিতে ওই দুই পুলিশকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সে বিষয়েই কুণালকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, ‘‘এই বিষয়টায় এখনই দলের তরফে কোনও মন্তব্য করতে চাই না। কারণ, এটা কে, কী করছে, কে, কাকে কী জানিয়েছে, এ ব্যাপারে যথাযথ ফোরামে আলোচনার পরে যদি সরকার বা প্রশাসন মনে করে কিছু জানাবে, তবে নিশ্চিত ভাবেই জানানো হবে।’’

Advertisement

তবে তার পরেই রাজ্যপালের ‘সৎসাহস’ নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, ‘‘কেউ যদি মনে করেন, আমি একটা ঘটনা ঘটালাম। আমার সুরক্ষাকবচ আছে বলে আমায় কেউ কিছু করতে পারবে না। আর ন্যায়বিচারের প্রশ্নে যদি কেউ কোনও রকম তদন্ত বা প্রাথমিক তদন্ত শুরু করেন, তা হলে তাঁদের থামাতে হবে, পুলিশের উপর চাপ দেওয়া হবে, তবে বলতে হবে, এটাই প্রভাবশালীদের চাপ। একেই বলে প্রভাবশালীদের খেলা।’’ কুণাল বলেন, ‘‘যদি উনি (রাজ্যপাল) কোনও অপরাধ না করে থাকেন, যদি ওঁর সৎসাহস থাকে, তবে ওঁর তদন্তের মুখোমুখি হওয়া উচিত। পুলিশকে ডেকে বলা উচিত, আসুন কথা বলে যান। পুলিশ নিজের মতো কাজ করেছে। রাজ্যপালকে বিরক্ত করেনি। তাঁর সাংবিধানিক সুরক্ষাকবচকে মর্যাদা দিয়ে পুরোদস্তুর নিয়মনীতি মেনেছে। কিন্তু সেখানে যদি তাঁদের উপরে ব্যবস্থা নিতে হয়, তবে তো আবার সেই প্রশ্ন আসবে যে, দিল্লির হোটেল তাজ প্যালেস হোটেলে কী হয়েছিল? রাজভবনে কী হয়েছিল?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement