কলকাতা পুরসভার উদ্যোগে লর্ডসের মোড়ের কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডের ভূগর্ভস্থ নিকাশি লাইনের একাংশের মেরামতি হল।
পুরসভা সূত্রে খবর, লর্ডসের মোড়ের কাছে প্রিন্স আনোয়ার শাহ রোডের একাংশে ভূগর্ভস্থ নিকাশির লাইন ফেটে জল বেরিয়ে যেত। এতে রাস্তার একাংশ প্লাবিত হত। ফলে সমস্যায় পড়তেন পথচারীরা। ক্রমাগত জল বেরনোয় রাস্তার কোথাও কোথাও গর্তও হয়েও গিয়েছিল।
কলকাতা পুরসভা সূত্রের খবর, নিকাশি লাইনটি জনস্বাস্থ্য কারিগরি দফতরের। গল্ফগ্রিনের কাছে দফতরেরই একটি আবাসনের নিকাশির জল ওই লাইনের মাধ্যমে প্রিন্স আনোয়ার শাহ রোডের বড় নিকাশিতে পড়ত। কিন্তু লাইনে ফাটল থাকায় ভূগর্ভস্থ জল রাস্তায় চলে আসত। ফলে ক্ষতি হত রাস্তারও। স্থানীয় বরো থেকে জোড়াতাপ্পি দিয়ে অনেকবারই রাস্তা সারানো হয়েছিল। কিন্তু নিকাশি লাইনের সংস্কার না হওয়ায় সমস্যা মেটেনি।
নিকাশির ওই লাইন সারাতে কেন এত দেরি হল? কলকাতা পুরসভার নিকাশি দফতরের এক আধিকারিক জানান, লাইনটি নিয়মানুযায়ী জনস্বাস্থ্য কারিগরি দফতরেরই সারনোর কথা। তাই সংশ্লিষ্ট দফতরকে পুরসভা লাইনটি সারাতে অনুরোধ করেছিল। পুরসভা জানিয়েছিল, এর জন্য যে অর্থ দরকার, তা ওই দফতর পুরসভাকে বরাদ্দ করলে পুরসভাই মেরামতি করে দিতে পারে। কিন্তু সংশ্লিষ্ট দফতর সাড়া না দেওয়ায় এত দিন কাজটি আটকে ছিল।
এর পরে স্থানীয় বাসিন্দা-সহ অনেকেই রাস্তার এই অংশের মেরামতি করতে পুরসভার কাছে আবেদন করে। পুরসভা আবার জনস্বাস্থ্য কারিগরি দফতরকে অনুরোধ জানায়। তখন জনস্বাস্থ্য কারিগরি দফতর লাইটির মেরামতি করে। দফতরের এক আধিকারিক জানান, পুরসভা আগে জানালেও টাকা না থাকায় কাজ করা যায়নি। আবার অনুরোধ করার পরে সম্প্রতি কাজটি শেষ হয়েছে। দফতর লাইন সারানোর পরে স্থানীয় বরো থেকে রাস্তা মেরামত করা হয়েছে।
কলকাতা পুরসভার নিকাশি দফতরের ডিরেক্টর জেনারেল অমিত রায় বলেন, ‘‘জনস্বাস্থ্য কারিগরি দফতর ফাটল সারিয়েছে। ফলে প্রিন্স আনোয়ার শাহ রোডের নিকাশি লাইনের সমস্যা মিটে গিয়েছে।’’