‘ধাক্কা’ দেওয়ায় মার, ছ’দিন পরে মৃত্যু যুবকের

পুলিশ জানায়, মৃতের নাম বিকাশ মাঝি (৩৪)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৩
Share:

বিকাশ মাঝি

ঠিক মতো বেল না দিয়েই পাশ দিয়ে যাওয়ার সময়ে গায়ে ধাক্কা দিয়েছেন সাইকেল আরোহী। প্রতিবেশী এক মহিলার এই অভিযোগের প্রতিবাদ করেছিলেন সাইকেল আরোহী ওই যুবক। অভিযোগ, এর পরেই ওই যুবককে বেধড়ক মারধর করেন ওই মহিলার স্বামী। নিমতায়, গত শনিবার ওই ঘটনা ঘটে। তার পরে ছ’দিন হাসপাতালে কাটিয়ে শুক্রবার এসএসকেএমে মৃত্যু হল ওই যুবকের।

Advertisement

পুলিশ জানায়, মৃতের নাম বিকাশ মাঝি (৩৪)। নিমতার বিশরপাড়ার উত্তর সপ্তগ্রামের বাসিন্দা ওই যুবক একটি ওষুধের দোকানে কাজ করতেন। ব্যারাকপুর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘প্রথম দিনের ঘটনার পরেই যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছিল। এখন তাঁর মৃত্যুর পরে ওই মামলায় অন্য ধারাও যুক্ত করা হবে।’’ এ দিন বিকাশের মৃত্যুর খবর পেয়ে চম্পট দেন অভিযুক্তেরা। ওই পুলিশকর্তা বলেন, ‘‘অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোর ছেলে ধ্রুবকে সাইকেলে নিয়ে চিকিৎসকের কাছ থেকে ফিরছিলেন বিকাশ। সেই সময়ে বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন প্রতিবেশী দুই মহিলা। ধ্রুব বলে, ‘‘বাবা বেশ কয়েক বার বেল দিয়েছিলেন। কিন্তু ওঁরা সরেননি। তাই বাবা কোনও মতে ওঁদের পাশ কাটিয়ে বেরিয়ে যান।’’ সেই সময়ে তাঁদের গায়ে ধাক্কা লাগে বলে দাবি করেন ওই মহিলারা। বিকাশ কেন বেল বাজাননি, সেই প্রশ্নও তোলেন তাঁরা। এতেই আপত্তি তোলেন বিকাশ। বেল বাজানো হলেও যে মহিলারা শুনতে পাননি, এ কথা জানানো মাত্র মহিলাদের এক জনের স্বামী বাড়ি থেকে বেরিয়ে এসে বিকাশের উপরে চড়াও হন বলে অভিযোগ। বিকাশকে সাইকেল থেকে নামিয়ে চড়, ঘুষি মারা হয়। এ দিন বিকাশের স্ত্রী টুম্পা বলেন, ‘‘বাড়ি ফিরে উনি অজ্ঞান হয়ে যান। পরের দিন চিকিৎসকের কাছে নিয়ে যাই। কিন্তু মাথা-বুকের যন্ত্রণা ক্রমশ বাড়ছিল। তাই হাসপাতালে ভর্তি করি।’’

Advertisement

এ দিন বিকাশের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। তবে পুলিশ এলাকায় আসার আগেই বাড়িতে তালা ঝুলিয়ে চম্পট দেন অভিযুক্তেরা। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ

করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement