Extortion

তোলাবাজি করতে এসে ধৃতের জেল হেফাজত

রবিবার সকালে পাতিপুকুর মাছবাজারের ঠিক সামনে গোপাল জয়সওয়াল নামে ওই দুষ্কৃতী এক ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি।

তোলাবাজি করতে এসে পাতিপুকুর মাছবাজারে এক জনের গ্রেফতার হওয়া নতুন নয়। তোলাবাজদের টাকা না দিলে মাছের লরি বাজারে ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। তাঁদের দাবি, টাকা না দিলে চলে হুমকি। অভিযোগ, উত্তর শহরতলির এক কুখ্যাত দুষ্কৃতীর দল এই তোলাবাজিতে জড়িত।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার সকালে পাতিপুকুর মাছবাজারের ঠিক সামনে গোপাল জয়সওয়াল নামে ওই দুষ্কৃতী এক ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে। ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে তাঁকে লোহার রড দিয়ে আঘাত করে সে। আশপাশের লোকজন ছুটে এলে গোপাল আগ্নেয়াস্ত্র দেখিয়ে, হুমকি দিতে দিতে রেললাইনের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জনতা। ব্যবসায়ীদের দাবি, ধৃত ওই কুখ্যাত দুষ্কৃতীর শাগরেদ। সে উত্তর কলকাতার এক প্রোমোটারেরও ঘনিষ্ঠ। সোমবার আদালতে ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।

এক পুলিশ কর্তা জানিয়েছেন, ধৃতের আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের একাংশ জানায়, ওই বাজারের এক দিকে লেক টাউন থানা। অন্য দিকের রাস্তা উল্টোডাঙা থানা এবং বাজারে ভিতরের অংশ টালা থানার অন্তর্গত। তিন থানার সংযোগস্থলের এলাকা হওয়ার সুযোগ নেয় দুষ্কৃতীরা।

Advertisement

বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষে দেবাশিস জানা সোমবার জানান, ব্যবসায়ীরা অভিযোগ জানালে সমিতির পক্ষ থেকে পুলিশে জানানো হবে। সারা রাত বাজারে বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement