unnatural death

Gym: জিম করতে গিয়ে অসুস্থ তরুণী, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক তরুণী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা। বাঁশদ্রোণীর ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২০:৫০
Share:
জিম করতে গিয়ে মৃত ঋত্বিকা দাস।

জিম করতে গিয়ে মৃত ঋত্বিকা দাস।

জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তরুণীকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তরুণীর নাম ঋত্বিকা দাস। বয়স ২০ বছরের আশপাশে। বাঁশদ্রোণী থানা এলাকার নিরঞ্জন পল্লিতে তাঁর বাড়ি। স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী। ঋত্বিকার বাবা পেশায় অটো চালক। ওজন বেড়ে যাচ্ছিল বলে তিন মাস আগে জিমে ভর্তি হয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে সোনালি পার্কের জিমে গিয়েছিলেন। সেখানে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণীকে।

Advertisement

জিমে ঋত্বিকার এক সঙ্গী জানিয়েছেন, ঢোকার সময় বুকে ব্যথা করছে বলেছিলেন তিনি। জিমে গিয়ে ওয়ার্ম আপ শুরু করেন। তার পর হঠাৎ পড়ে যান। সে সময় যাঁরা জিমে ছিলেন, তাঁরা ঋত্বিকাকে তুলে চোখে মুখে জল দেন। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়না তদন্তের পরই জানা যাবে তরুণীর মৃত্যুর আসল কারণ।

ঋত্বিকার মেসো মলয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ঋত্বিকার বড় কোনও রোগ ছিল না। কী হল, কিছুই বুঝতে পারছি না। তবে জিমগুলো যাতে ঠিকঠাক নির্দেশিকা মেনে চলে, সেটা নিশ্চিত করা দরকার। এটাই আমরা চাইব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement