হাসপাতালে গৌরী সেনগুপ্ত। বুধবার। —নিজস্ব চিত্র।
৮০ বছরের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারাসতের নবপল্লিতে। ওই বৃদ্ধার নাম গৌরী সেনগুপ্ত। জখম অবস্থায় তিনি বারাসতের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, ওই বৃদ্ধার ডান হাত ভেঙে গিয়েছে। শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে। গৌরীদেবীর ছেলে, পেশায় চিকিৎসক অমিত সেনগুপ্ত পুলিশকে জানান, মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফিরে দেখেন, মায়ের হাত ভাঙা। হাতের মাঝখানে এবং শরীরের বেশ কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি মাকে নার্সিংহোমে ভর্তি করেন।
বুধবার বারাসত থানায় দায়ের করা অভিযোগে অমিতবাবু জানান, বছর দুয়েক আগে তিনি স্থানীয় আয়া সেন্টার থেকে শিখা বিশ্বাস নামে ওই পরিচারিকার খোঁজ পান। শিখা তাঁদের বাড়িতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করতেন। অমিতবাবু জানান, মঙ্গলবার রাতে তাঁর মা বাথরুমে যেতে চাইলে শিখা তাঁকে মারধর ও গালিগালাজ করেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে শিখা বলেন, ‘‘ওঁদের বাড়িতে দু’বছর ধরে কাজ করছি। গৌরীদেবী আমার মায়ের মতো। মঙ্গলবার উনি বাথরুম যেতে চাইলে আমি ওঁকে হাত ধরে খাট থেকে নামাই। তখনই কোনও ভাবে টাল সামলাতে না পেরে দু’জনেই পড়ে যাই। গৌরীদেবীর হাতে আঘাত লাগে। আমি ওষুধ লাগিয়ে দিই। এর মধ্যে মারধরের অভিযোগ কেন উঠছে জানি না।’’ পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।