ঋণের টোপে ‘প্রতারণা’, ধৃত

ঋণ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলাকে রবিবার গ্রেফতার করল বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতের নাম লিপিকা দত্ত চট্টোপাধ্যায়। এ দিন বিধাননগর আদালত তাঁকে জেল হেফাজত দেয়। পুলিশ জানায়, কয়েক জন ব্যক্তি একটি নামী সংস্থার তরফে ফোন করছে দাবি করে ঋণ দেওয়ার প্রলোভন দেখাত। ঋণ পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে নির্দিষ্ট টাকা দিতে হত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০০:২৯
Share:

ঋণ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলাকে রবিবার গ্রেফতার করল বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতের নাম লিপিকা দত্ত চট্টোপাধ্যায়। এ দিন বিধাননগর আদালত তাঁকে জেল হেফাজত দেয়। পুলিশ জানায়, কয়েক জন ব্যক্তি একটি নামী সংস্থার তরফে ফোন করছে দাবি করে ঋণ দেওয়ার প্রলোভন দেখাত। ঋণ পাওয়ার জন্য গ্রাহকদের প্রথমে নির্দিষ্ট টাকা দিতে হত। কিন্তু পরে ঋণ তো মিলতই না, লোপাট হত টাকাও। তদন্তে নেমে পুলিশ একটি সংস্থার খোঁজ পায়। পুলিশ আরও জানতে পারে, সংস্থার হয়ে লিপিকা গ্রাহকদের ফোন করতেন। তদন্তে আরও কয়েক জনের নাম উঠে এসেছে। তাঁদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement