Weather News

বাতাসে শিরশিরানি, কুয়াশার আনাগোনা, কলকাতায় কি শীত আসন্ন? রবিবার কতটা নামল পারদ?

সকালের দিকে বাতাসের শিরশিরানি ভাব শীতের জানান দিচ্ছে। ঠান্ডা হাওয়ায় ভোল বদলাচ্ছে আবহাওয়ার। বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে। শনিবার তাপমাত্রার পারদ নেমেছিল ১৯.৬ ডিগ্রিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১১:৩৮
Share:

সকালের দিকে বাতাসের শিরশিরানি ভাব শীতের জানান দিচ্ছে। —ফাইল ছবি

দশ বছরে অক্টোবরের শীতলতম দিন হয়েছিল শনিবার। রবিবারও কলকাতায় আবহাওয়ার পারদ নীচের দিকেই। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের চেয়ে যা সামান্য বেশি।

Advertisement

কালীপুজো ও ঘূর্ণিঝড় সিত্রাং-পর্বের পর থেকেই সকালের দিকে বাতাসের শিরশিরানি ভাব শীতের জানান দিচ্ছে। ঠান্ডা হাওয়ায় ভোল বদলাচ্ছে আবহাওয়ার। বেলা বাড়লে অবশ্য রোদের তেজ বাড়ছে। এরই মাঝে শনিবার তাপমাত্রার পারদ নেমেছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। হাওয়া অফিসের পর্যবেক্ষণ, গত দশ বছরে অক্টোবর মাসে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এত নীচে নামেনি। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবরে শহরের তাপমাত্রা নেমেছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াসে। শনিবারের রেকর্ডের পর তাই প্রশ্ন উঠেছিল, তা হলে কি আগেভাগেই এ বছর শীত চলে এল শহরে?

রবিবারের তাপমাত্রার পারদেও শনিবারের চেয়ে খুব বেশি হেরফের হল না। ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলেও রবিবার সকালে বাতাসে শিরশিরানি ভাব অনুভূত হয়েছে। পথচলতি মানুষ কেউ কেউ গায়ে চাদরও টেনেছেন সকালের দিকে। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতার আকাশ থাকবে অংশত মেঘলা। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।

আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এখনও পুরোদমে শীত আসতে সময় লাগবে, মত আবহবিদদের। ভোরের দিকে শহরে কুয়াশা থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement