Kolkata Pollution

চার বছরে দূষণ কমেছে, দাবি পর্ষদের

বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণার (পিএম২.৫) উপস্থিতির নিরিখে ২০১৯ সালে দেশের প্রথম ১০টি শহরের মধ্যে এই রাজ্যের তিনটি শহর হাওড়া (৭), আসানসোল (৯) ও কলকাতা (১০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৭:০৮
Share:

রিপোর্ট অনুয়ায়ী, ২০১৯ সালের তুলনায়২০২২ সালে কলকাতায় বাতাসের মান অনেকটাই ভাল হয়েছে। প্রতীকী ছবি।

২০১৯ সালের তুলনায় ২০২২ সালে কলকাতায় বাতাসের মান অনেকটাই ভাল হয়েছে। দেশের বিভিন্ন শহরের বাতাসের গুণমান বিশ্লেষণকারী সংস্থা ‘এনসিএপি ট্র্যাকার’ মঙ্গলবার যে রিপোর্ট প্রকাশ করেছে, সেটি উল্লেখ করে এ কথাই জানাল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের বাতাসের গুণমান সূচকের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

Advertisement

রিপোর্ট দেখাচ্ছে, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণার (পিএম২.৫) উপস্থিতির নিরিখে ২০১৯ সালে দেশের প্রথম ১০টি শহরের মধ্যে এই রাজ্যের তিনটি শহর হাওড়া (৭), আসানসোল (৯) ও কলকাতা (১০)। সেখানে ২০২২-এ ওই তিনটি শহর রয়েছে যথাক্রমে ২০, ১৭ এবং ২৯তম স্থানে। আবার ২০১৯-এ বাতাসে ভাসমান ধূলিকণার (পিএম১০) উপস্থিতির নিরিখে দেশের প্রথম ১০টি শহরের মধ্যে পশ্চিমবঙ্গের একটি শহর ছিল হাওড়া (৯)। ২০২২-এ হাওড়ার স্থান ৩০। অর্থাৎ উভয় দূষকের নিরিখেই বাতাসের মান উন্নত হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement