পলতা জল প্রকল্পের কাছে পাইপলাইনের কাজ করতে গিয়ে শুক্রবার বিদ্যুতের কেব্ল কেটে ফেলেন শ্রমিকেরা। পলতার কাছে করবাথান এলাকায় এর জেরে বিঘ্নিত হয় বিদ্যুৎ সরবরাহ। পুরসভা সূত্রের খবর, বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হওয়ায় প্রায় দু’ঘণ্টা জল সরবরাহ করা যায়নি। দ্রুত কেব্ল সারাতে বলা হয় সিইএসসি-কে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘এর ফলে ১৫ মিলিয়ন গ্যালন জল কম সরবরাহ হয়েছে।’’ তবে এর জেরে তেমন কোনও অসুবিধা হয়নি বলে তাঁর দাবি। শনিবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান মেয়র।