শুক্রবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনা মামলায় তিনি আগাম জামিনের আবেদন করেন তিনি। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অভিনেতা। ১ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত জামিনে মুক্ত তিনি।
আরও পড়ুন, বিক্রম আপাতত নেই, ‘ইচ্ছে নদী’তেও দেখানো হবে দুর্ঘটনা
দুর্ঘটনার পাঁচ দিন পরে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিক্রম। তাঁর ঘাড়ে, কোমরে এখনও চোট রয়েছে। মাথার ব্যান্ডেজও খোলা হয়নি। বিক্রম গাড়ির চালকের আসনে ছিলেন, তাই তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে টালিগঞ্জ থানা। সোনিকার পরিবারের পক্ষ থেকেও বিক্রমের বিরুদ্ধে থানায় অনিচ্ছাকৃত খুনে অভিযোগে দায়ের করা হয়েছে। গত ২৯ এপ্রিল ভোররাতে লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মডেল সোনিকা সিংহ চৌহান। গাড়ি চালাচ্ছিলেন বিক্রম।