ভোরবেলায় এক অদ্ভুত শব্দে ঘুম ভাঙল মানিকতলা মেন রোডে নতুন পল্লির একটি আবাসনের বাসিন্দাদের। তাঁরা নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে দেখলেন নীচে পড়ে আছে ওই আবাসনেরই এক বাসিন্দার দেহ।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম উজ্জ্বলা সরকার (৩৫)। শনিবার ভোর চারটে নাগাদ আবাসনের এক বহুতলের নীচ থেকে উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন উজ্জ্বলার পরিবারের সদস্যেরা জানান, ভোরে চিৎকার শুনে ফ্ল্যাটের বারান্দায় গিয়ে তাঁরা দেখেন গ্রিল খোলা। নীচে পড়ে রয়েছে উজ্জ্বলার দেহ। তাঁর পরিজনেরা জানান, প্রথম স্বামীর মৃত্যুর পরে মাস চারেক আগে দ্বিতীয় বার বিয়ে হয়েছিল উজ্জ্বলার। তাঁর শ্বশুরবাড়ি দেহরাদুনে। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে বাপের বাড়ি এসেছিলেন তিনি। স্বামী ফিরে গেলেও উজ্জ্বলা পুজোর সময়ে দেহরাদুন ফিরবেন এমনই ঠিক ছিল। তাঁর পরিজনেরা জানান, উজ্জ্বলার আচরণে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উজ্জ্বলা আত্মহত্যা করেছেন। কেউ তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।