ফুটবল খেলা ঘিরে গোলমাল, ভাঙচুর

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের ঝামেলায় উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার সকালে মানিকতলা থানার শ্রীকৃষ্ণ কলোনি এলাকার এই ঘটনায় আহত হন চার জন। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দু’টি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। দু’পক্ষের ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৮ ০৩:২৯
Share:

এলাকায় ভাঙচুরের পরে। সোমবার, শ্রীকৃষ্ণ কলোনিতে। নিজস্ব চিত্র

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের ঝামেলায় উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার সকালে মানিকতলা থানার শ্রীকৃষ্ণ কলোনি এলাকার এই ঘটনায় আহত হন চার জন। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দু’টি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। দু’পক্ষের ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে উল্টোডাঙার শ্রীকৃষ্ণ কলোনিতে ফুটবল প্রতিযোগিতা চলছিল। একটি দল দু’গোলে জিতছিল। খেলার শেষ মুহূর্তে অন্য দল পেনাল্টির দাবি জানিয়ে রেফারির সঙ্গে বচসায় জড়ায়। অভিযোগ, দু’টি দলের ক্লাবের সদস্যেরা ঝামেলায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির পরে মাঠের গোলপোস্ট তুলে ফেলাকে কেন্দ্র করে রাতে বেশ কিছুক্ষণ দু’পক্ষের ঝামেলা হয়। পুলিশ জানিয়েছে, দুই ক্লাবের সদস্যেরা একে অন্যদের মারধর করে।

রাতে ঝামেলার পরে সোমবার সকালে শ্রীকৃষ্ণ কলোনিতে এক দল যুবক তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, রবিবার রাতের খেলায় অংশগ্রহণকারী কয়েক জন যুবক সোমবার সকাল ৬টা নাগাদ এসে বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর করে। খেলার আয়োজনকারী ক্লাবের এক সদস্য প্রকাশ বৈদ্যের অভিযোগ, ‘‘সকালে কাজে বেরোচ্ছিলাম। হঠাৎ জনা কয়েক যুবক বাঁশ, লাঠি নিয়ে তেড়ে আসে। আমি কোনওক্রমে ছুটে পালালেও আমার মোটরবাইক ভাঙচুর করে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার দু’টি ঘর ও দু’টি অটো ভাঙচুর করা হয়। আতঙ্কে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যান। প্রায় আধ ঘণ্টা তাণ্ডব চলার পরে স্থানীয়েরা পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement