শাসক-বিরোধী সংঘর্ষে উত্তেজনা

শাসক ও বিরোধী দলের মধ্যে গোলমালের জেরে উত্তেজনা ছড়াল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেদিয়াপাড়া শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০২:০৩
Share:

শাসক ও বিরোধী দলের মধ্যে গোলমালের জেরে উত্তেজনা ছড়াল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এলাকার একটি জমিতে সিপিএম কর্মীরা তাঁদের মুখপত্র প্রচারের জন্য স্থায়ী বোর্ড লাগাতে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কিও হয়। সিপিএম-এর কর্মীদের অভিযোগ, তৃণমূলের হামলায় তাঁদের কয়েক জন কর্মী আহত হন।

ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা জড়ো হলে প্রাথমিক ভাবে গোলমাল মিটে যায়। কিন্তু গোলমাল থেমে যাওয়ার পরেও সেখানে শাসক দলের তরফে একটি পথসভা করা হয়। অভিযোগ, সেই সভায় ফের সিপিএম কর্মীরা গোলমাল বাধালে জখম হন তৃণমূলের কয়েক জন কর্মী। তৃণমূল নেতৃত্বের দাবি, ওই জমিতে একটি ওয়ার্ড অফিস করার প্রস্তাব ছিল। কিন্তু জমিটি নিয়ে মামলা চলায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তৃণমূল কর্মীদের প্রশ্ন, সেই জমিতে একটি রাজনৈতিক দল মুখপত্র প্রচারের জন্য কী ভাবে স্থায়ী বোর্ড লাগায়? তাদের দাবি, সিপিএম কর্মীদের মারধর করা হয়নি। বরং তাঁদের হামলায় আহত হয়েছেন তৃণমূলের কর্মীরাই। অভিযোগ, সিপিএম কর্মীদের ধাক্কায় পড়ে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা চেয়ারম্যান-পারিষদ গোপা পাণ্ডে।

Advertisement

সিপিএমের তরফে দমদম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের তরফে থানায় অভিযোগ করা হয়নি। গোপাদেবী জানান, দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement