আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। — ফাইল চিত্র।
আরজি কর-কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানিয়ে মঙ্গলবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সূত্রের খবর, নিরাপত্তার কারণে সেখানে হাজির করানো হয়নি তাঁকে। আগামী ২৩ অগস্ট ধৃতের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ওই দিন শিয়ালদহ আদালতে তাঁকে হাজির করানো হতে পারে। তখন পলিগ্রাফ পরীক্ষা নিয়ে তাঁর সম্মতি নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
মিথ্যা যাচাইয়ের এই পরীক্ষা করাতে আদালতের ছাড়পত্র লাগে। ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সিবিআই শিয়ালদহ আদালতে আবেদন করে। এখন সেই পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এই পরীক্ষার মাধ্যমে জিজ্ঞাসাবাদ চলাকালীন শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির গতি, রক্তচাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে— সে সব যাচাই করে দেখা হয়। কেউ মিথ্যা বললে তাঁর হৃৎস্পন্দন, রক্তচাপের পরিবর্তন ঘটে। সেই সামান্য হেরফেরও ধরা পড়ে এই পরীক্ষায়। এতেই বোঝা যায়, অভিযুক্ত সত্য বলছেন কি না।
গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ এবং খুনের। এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে সিবিআই। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই অভিযুক্তকে হাই কোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআই।