তপসিয়ায় দু’টি দুর্ঘটনায় মৃত দুই

একটি ঘটনায় মৃতের নাম মহম্মদ আলম (৩৮)। অন্য জনের নাম আবেদ হোসেন (৩৩)। তবে কোনও ঘটনাতেই শনিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

তিরিশ মিনিটের ব্যবধানে দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার রাতে দু’টি ঘটনাই ঘটেছে তপসিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ঘটনায় মৃতের নাম মহম্মদ আলম (৩৮)। অন্য জনের নাম আবেদ হোসেন (৩৩)। তবে কোনও ঘটনাতেই শনিবার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Advertisement

পুলিশ সূত্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ, তপসিয়া রোডে। বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি নয়াবস্তির কাছে আলম নামের ওই ব্যক্তিকে ধাক্কা মারে। আলম সেই সময়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। গুরুতর জখম আলমকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে গাড়ি নিয়ে পালিয়ে যান চালক। পুলিশ রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।

ওই ঘটনার আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দুর্ঘটনার খবরটি আসে গোবিন্দ খটিক রোড থেকে। সেখানে রাস্তার এক ধারে আবেদ নামের ওই যুবক শুয়ে ছিলেন বলে খবর। একটি মালবাহী গাড়িকে দাঁড় করাতে গিয়ে আবেদের শরীরের উপর দিয়ে চালিয়ে দেন চালক। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় লোকজনই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতের দিকে আবেদের মৃত্যু হয়। এই ঘটনাতেও সেই মালবাহী গাড়ির চালক পলাতক। স্থানীয় থানার এক আধিকারিক বলেন, ‘‘নয়াবস্তির কাছে ঘটা দুর্ঘটনায় গাড়িতে ধাক্কা খাওয়া ব্যক্তি রাস্তা পার হওয়ার সময়ে অসংলগ্ন অবস্থায় ছিলেন। আমাদের অনুমান, তিনি মত্ত অবস্থায় ছিলেন। দু’টি ঘটনাতেই অভিযুক্ত চালকদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement