দুই নেপালি যাত্রী ধৃত

ভারতে আসার জন্য নেপালের নাগরিকদের পাসপোর্ট লাগে না। এই সুবিধা নিয়ে নেপালিদের একটি বড় অংশ ভারতে ঢুকছেন পরিচয়পত্র নিয়ে। আর এখানে কয়েক বছর থাকার পরে ঘুরপথে এ দেশের পরিচয়পত্র জোগাড় করে পাকাপাকি ভাবে থেকে যাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০০:৪৯
Share:

ভারতে আসার জন্য নেপালের নাগরিকদের পাসপোর্ট লাগে না। এই সুবিধা নিয়ে নেপালিদের একটি বড় অংশ ভারতে ঢুকছেন পরিচয়পত্র নিয়ে। আর এখানে কয়েক বছর থাকার পরে ঘুরপথে এ দেশের পরিচয়পত্র জোগাড় করে পাকাপাকি ভাবে থেকে যাচ্ছেন। বৃহস্পতিবার কলকাতা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এমনই দুই নেপালি যুবতী ধরা পড়েছেন কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতরের অফিসারদের হাতে। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গৌরীমাই তামাং এবং মায়া তামাং নামে ওই দুই যুবতীর বাড়ি নেপালের সিধুচকে। ২০১৫ সালে পরিচয়পত্র দেখিয়ে তাঁরা ভারতে ঢোকেন। কলকাতায় এসে বড়বাজারের একটি বিউটি পার্লারে চাকরি শুরু করেন। এরই মধ্যে ভারতের ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানিয়ে নেন। বৃহস্পতিবার সেই পাসপোর্ট দেখিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন তাঁরা। কিন্তু, ভারতীয় পাসপোর্ট দেখে সন্দেহ হয় অভিবাসন দফতরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement