—ফাইল ছবি
মাঝে বন্ধ ছিল কয়েক মাস। ফের চিনা মাঞ্জায় জখম হলেন দুই মোটরবাইক চালক। ঘটনাস্থল সেই মা উড়ালপুল। দোলের দিন অল্প সময়ের ব্যবধানে ওই উড়ালপুলে চিনা মাঞ্জায় হাত এবং চিবুক কাটল দু’জনের। এর আগেও ওখানে চিনা মাঞ্জায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তা ঠেকাতে উড়ালপুলের রেলিংয়ে জাল বসানোর প্রস্তাব পুলিশের তরফে দেওয়া হয়েছিল কেএমডিএ-কে। কিন্তু সেই জাল এখনও বসেনি।
পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ মা উড়ালপুল ধরে পরমা আইল্যান্ডের দিকে যাচ্ছিলেন নেতাজি সুভাষ রোডের বাসিন্দা প্রমিত দত্ত। তপসিয়া থানা এলাকার বিশ্বকর্মা বিল্ডিংয়ের কাছে আচমকা চিনা মাঞ্জার সুতো তাঁর চিবুকে জড়িয়ে যায়। ধারালো কিছুর স্পর্শ পেয়েই বাইক থামিয়ে দেন প্রমিত। চিবুকে রুমাল চেপে ধরে দাঁড়িয়ে পড়েন। তাঁর চিবুক দিয়ে তখন রক্ত বেরোচ্ছে। এক বাইকচালককে এমন অবস্থায় দেখে দাঁড়িয়ে পড়ে পিছনে আসা সব গাড়ি। খবর পেয়ে ইস্ট ট্র্যাফিক গার্ডের এক সার্জেন্ট এসে প্রমিতকে উদ্ধার করে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর, তাঁর চিবুকের অনেকটাই কেটে গিয়েছে।
ওই দিন প্রায় একই সময়ে প্রগতি ময়দান থানা এলাকার একটি ক্লাবের কাছে চিনা মাঞ্জায় জখম হন সল্টলেকের বাসিন্দা আখতার হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। মাঞ্জায় কেটে যায় তাঁর ডান হাতের বুড়ো আঙুল। যদিও আখতারের আঘাত খুব গুরুতর নয় বলেই পুলিশ জানিয়েছে। তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।