৩৫ লক্ষ টাকার মাদক-সহ ধৃত দুই

পুলিশ জানায়, ধৃতদের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু ও জালালউদ্দিন শেখ। ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৩:৪২
Share:

উদ্ধার হওয়া মাদক। নিজস্ব চিত্র

মাদক পাচারের সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশনের অটোস্ট্যান্ড এলাকায়।

Advertisement

পুলিশ জানায়, ধৃতদের নাম রশিদ লস্কর ওরফে বাচ্চু ও জালালউদ্দিন শেখ। ধৃতদের কাছ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর জেলা পুলিশ সুপার অরিজিৎ সিংহ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছিল নদিয়ার কালিগঞ্জ থানা এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মাকালতলা এলাকায় নিয়মিত মাদক পাচার করা হচ্ছে। তারপরই মাকালতলায় খোঁজ নেওয়া হয়। পাশাপাশি নদিয়ার মাদকপাচারীদের উপর নজরদারি শুরু হয়।

Advertisement

এ দিন দুপুরে সোনারপুর স্টেশন চত্বরে মাদক পাচার করা হবে বলে গোপন সূত্রে পুলিশ খবর পায়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারেরা অটো স্ট্যান্ড ঘিরে ফেলেন। মাকালতলা থেকে মোটর সাইকেল নিয়ে রশিদ স্টেশন এলাকায় এসেছিল। জালালউদ্দিনের হাত থেকে মাদক নেওয়ার সময়ই হাতেনাতে দু’জনেই ধরা পড়ে।

একটি মাদক পাচারের মামলায় রশিদকে সিআইডির গোয়েন্দারাও কয়েক মাস ধরে খোঁজ করছেন বলে দাবি করেছেন স্পেশাল অপারেশন গ্রুপের তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে নগদ সাড়ে ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রশিদের মোটর সাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement