প্রতীকী ছবি।
নিখোঁজ ছেলের সন্ধান পেতে হলে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে হবে। তা হলেই হাওড়া স্টেশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে থাকা যুবকেরা তাঁকে পৌঁছে দেবে ছেলের কাছে। প্রতিবেশী দুই ভাই ফোন করে এই হুমকি দিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করলেন নিখোঁজ এক যুবকের বাবা বিনোদ ঝা। তদন্তে নেমে সোমবার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিজয় সিংহ। তাকে সঙ্গে নিয়েই এখন নিখোঁজ যুবকের খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, লিলুয়া স্টেশনের কাছে বেলুড় রোডের বাসিন্দা, বিনোদবাবুর ছেলে চন্দন গত ১৫ দিন ধরে নিখোঁজ। পেশায় বিমা এজেন্ট চন্দন কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন বিনোদবাবু। পুলিশ সূত্রের খবর, কয়েক দিন আগে হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বেলুড় থানাকে জানানো হয় যে, নিখোঁজ চন্দন সম্পর্কে অভিযোগ দায়ের হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। আর স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৈলাস মিশ্র এই ঘটনায় জড়িত বলে ওই অভিযোগে দাবি করেছেন বিনোদবাবু।
এর পরেই বেলুড় থানার পাশাপাশি, তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বাহিনীও। বিনোদবাবুকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন, এমন কোনও অভিযোগ মুখ্যমন্ত্রীর দফতরে করেনইনি বিনোদবাবু! উল্টে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর প্রতিবেশী সুনীত সিংহ ও পুনীত সিংহ নামে দুই ভাই কয়েক দিন ধরে মিথ্যা অভিযোগ করার জন্য হুমকি দিচ্ছিল তাঁকে। বিনোদবাবু বলেন, ‘‘ওরা বারবার করে বলছে, ছেলেকে ফেরত পেতে হলে কাউন্সিলরের নামে অভিযোগ করতে হবে। আমি রাজি হইনি। আমার সই নকল করে ওরা এ সব করেছে।’’ পুলিশকে বিনোদবাবু আরও জানান, ওই যুবকদের কথা মতো রবিবার রাতে তিনি মিথ্যা অভিযোগ করতে রাজি হয়ে যান। কিন্তু দাবি করেন, তার আগে ছেলের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। তাতে দু’ভাইও রাজি হয়। এর পরে বিনোদবাবুকে তারা জানায়, চন্দনের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য কোথায় কোন যুবক দাঁড়িয়ে থাকবে। তিনি সেই তথ্য পুলিশকে জানান। সেই মতো বিনোদবাবুকে অনুসরণ করেন সাদা পোশাকের পুলিশ। আর তখনই হাতেনাতে ধরা পড়ে বিজয়।
এ দিকে বিজয় ধরা পড়েছে খবর পেয়েই চম্পট দেয় সুনীত ও পুনীত। এ দিন সকালে কাউন্সিলরের অনুগামীরা তাদের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান। পুলিশও দুই ভাইয়ের খোঁজে বাড়িতে হানা দেয়। কৈলাসবাবু বলেন, ‘‘চন্দন নিখোঁজ, আমি জানতাম না। ওই দুই ভাই বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত। আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই সব নোংরামো হচ্ছে। তবে এক যুবককে আটকে রেখে কেন এ সব করা হচ্ছে বুঝছি না।’’