প্রতীকী ছবি।
ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, সোমবার পথে নামছেন ট্রাকমালিক এবং ট্যাক্সি সংগঠনের সদস্যেরা। ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’-এর অভিযোগ, ডিজ়েলের মূল্য ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় পরিবহণ খরচ প্রায় ৪০ শতাংশ বেড়েছে। জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতেও খরচ অনেক বেড়েছে। উল্লেখ্য, গাড়িশিল্পকে চাঙ্গা করতে ১৫ বছরের মধ্যে সব বাণিজ্যিক গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাক সংগঠনের অভিযোগ, এর ফলে কিছু দিনের পুরনো ট্রাক ব্যবহার করেও ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। তাই আজ কলকাতায় ১৫, গঙ্গাধরবাবু লেন থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তারা। সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, ‘‘পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত সকলেই মন্দায় জর্জরিত। আমরা চাই, সরকার ডিজ়েলের উপরে জিএসটি নিক।’’
অন্য দিকে, ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ওয়েলিংটনে ইন্ডিয়ান অয়েলের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন এআইটিইউসি অনুমোদিত অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সিচালক সংগঠনের সদস্যেরা। তাদের নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকেরা বহু দিন ধরে সঙ্কটে। ডিজ়েলের চড়া দাম সেই পরিস্থিতি আরও ভয়াবহ করেছে।’’