পুজোয় শহরে নামবে ১৬০০ বাস

সোমবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দফতরের ময়দান তাঁবুতে পুজো সংক্রান্ত বিশেষ পুস্তিকার উদ্বোধন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৯
Share:

পুজোর সময় এরকম ১৬০০ বাস পথে নামানো হবে।—ফাইল চিত্র।

পুজোয় অতিরিক্ত বাস এবং ট্রাম চালাবে পরিবহণ দফতর। ঘোরা যাবে প্যাকেজেও।

Advertisement

সোমবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দফতরের ময়দান তাঁবুতে পুজো সংক্রান্ত বিশেষ পুস্তিকার উদ্বোধন করেন। তিনি জানান, পুজোর সময়ে দিনে-রাতে প্রতিদিন প্রায় ১৬০০ বাস কলকাতার রাস্তায় থাকবে। এ ছাড়াও দিনের বেলায় বেলুড়, দক্ষিণেশ্বর কিংবা বাগবাজারে যেতে গঙ্গায় অতিরিক্ত ভেসেলের ব্যবস্থা থাকবে। ১০০ টাকার বিশেষ টিকিটে ২৪ ঘণ্টার মধ্যে শহরে যত বার খুশি বাস, ট্রাম এবং ভেসেলে ওঠা যাবে। বিশেষ প্যাকেজে বাতানুকূল বাসে চেপে কলকাতা, নিউ টাউন, সল্টলেক এবং বনেদি বাড়ির পুজো দেখার ব্যবস্থাও থাকছে।

পরিবহণ দফতর জানিয়েছে, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বনেদি বাড়ির পুজো ছাড়া এ বার টাকিতে ইছামতী নদীর উপরে রোরো ভেসেলে চেপে বিসর্জন দেখার ব্যবস্থাও করা হচ্ছে। নিউ টাউনে প্রবীণ নাগরিকদের আবাসন ‘স্নেহদিয়া’-র পুজোও এ বার দেখানো হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন পুজো দেখানোর ব্যবস্থা করছে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। তারা আবার পুজোর সময়ে ঝাড়গ্রাম, দিঘা, মাইথন, শান্তিনিকেতন, মুকুটমণিপুরগামী দূরপাল্লার বিশেষ বাসও চালাবে। উত্তরবঙ্গ পরিবহণ নিগম কলকাতা থেকে দার্জিলিং, সিকিম, ভুটান, ডুয়ার্সের জন্য বিশেষ পুজো প্যাকেজের ব্যবস্থা করেছে। আধিকারিকেরা জানান, দফতরের ওয়েবসাইটে সব তথ্য মিলবে। এ ছাড়াও হাওড়া, এসপ্লানেড, গড়িয়া, টালিগঞ্জ, শ্যামবাজার-সহ পরিবহণ দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মিনাস এবং ডিপোয় বিভিন্ন প্যাকেজের টিকিট পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement