জেল হেফাজত

ব্যারাকপুরের জাফরপুরে মঙ্গলবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক দলীয় নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ধৃত পাঁচ জনকে বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement
শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০০:১৭
Share:

ব্যারাকপুরের জাফরপুরে মঙ্গলবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক দলীয় নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ধৃত পাঁচ জনকে বুধবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, ধৃতদের মধ্যে রয়েছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর এবং তাঁর ছেলে সন্দীপ কর। মিঠু চট্টোপাধ্যায় নামে এক স্থানীয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে সন্দীপ গুলি চালায় বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement