বিকাশ ভবন।—ফাইল চিত্র।
অনশনের তৃতীয় দিনে অসুস্থ হয়ে পড়লেন তিন জন পার্শ্বশিক্ষক। হাইকোর্টের অনুমতি নিয়ে গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ করছেন পার্শ্বশিক্ষকেরা। এর মধ্যেই গত তিন দিন ধরে ৩৫ জন পার্শ্বশিক্ষক আমরণ অনশনেও বসেছেন।
অসুস্থ তিন শিক্ষককে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ। তাঁর অভিযোগ, ‘‘অসুস্থ শিক্ষকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সরকার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করেনি। আমরা অটো করে ওঁদের নিয়ে গিয়েছি। আমাদের জন্য সরকার জল বা শৌচালয়েরও ব্যবস্থা করেনি। দোকান থেকে জল কিনে খেতে হচ্ছে।’’ রবিবার এসইউসিআই (সি)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক প্রতিনিধিদল নিয়ে অনশন মঞ্চে যান।
এ দিন নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সরকার পার্শ্বশিক্ষকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল। রাস্তায় নেমে এই অনশন ওঁদের স্বাস্থ্যের পক্ষে যেমন ভাল নয়, তেমনই সমাজের জন্যও ভাল নয়।’’