ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র
পুজোর আগেই আদিগঙ্গার উপরের তিনটি সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু করাবে প্রশাসন।
কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার জানান, মাঝেরহাটে দুর্ঘটনার পরে টালিগঞ্জে করুণাময়ীর কাছে এবং মহাবীরতলায় ইজ্জাতুল্লা লেনে আদিগঙ্গার উপরে কংক্রিটের সেতু তৈরির কাজ প্রায় শেষ। কেএমডিএ ওই দু’টি সেতু তৈরি করেছে। চেতলা লকগেটের উপরে বন্দর কর্তৃপক্ষের যে সেতুটি রয়েছে, সেটিতেও গাড়ি চালানোর অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কেএমডিএ এবং কলকাতা পুরসভা। বলা হয়েছে ওই সেতু দিয়ে ছোট গাড়ি যাতায়াত করবে। ওই সেতুও পুজোর সময়ে ব্যবহার করা হবে বলে জানান মেয়র।
উল্লেখ্য, মাঝেরহাট সেতু বিপর্যয়ের ঘটনার এক বছর পেরিয়েছে। এখনও তীব্র যানজট হচ্ছে বেহালা, আলিপুর, নিউ আলিপুর, চেতলায়। এক মাস বাদেই পুজো দেখতে ওই সব এলাকায় কয়েক লক্ষ মানুষের যাতায়াত হবে। তা নিয়ে চিন্তায় পুলিশ এবং পুর-প্রশাসন। তাই আদিগঙ্গার উপরে নির্মীয়মাণ দু’টি সেতু এবং চেতলা লকগেটের উপরের সেতুতে যান চলাচল করানোর কথা ভাবা হচ্ছে। ফিরহাদ জানান, কেএমডিএ-র তৈরি দু’টি সেতুর সঙ্গে সংযুক্ত রাস্তা চওড়া করতে একটি পাঁচিল এবং একটি ক্লাবের কর্মীদের আবাসনের কিছুটা ভাঙতে হবে। তাঁদের পুনর্বাসনও দিতে হবে। ফলে আরও ২-৩ মাস সময় লাগবে। তাই পুর প্রশাসন মনে করছে, পুজোর আগেই ওই সেতুগুলি চালু হওয়া প্রয়োজন। ফলে করুণাময়ী এবং মহাবীরতলার সেতু দু’টিতে একমুখী ভাবে গাড়ি চালাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে অন্তত বেহালা, করুণাময়ী-সহ ওই এলাকায় যানজট কমবে বলেই মনে করা হচ্ছে।
এ দিন পুর ভবনে কেএমডিএ, পুরসভা এবং পুলিশকে নিয়ে এক বৈঠক হয়। সেখানেই নতুন সেতুর উপর দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।