পানীয় জলের সঙ্কট সল্টলেকে

দফতর সূত্রে খবর, জলের সমস্যা মূলত রয়েছে, বি ডি, এ জে, বি জে এবং পূর্বাচল এলাকায়। ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার মোকাবিলা করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০১:৫৭
Share:

সল্টলেকের বেশ কয়েকটি ব্লকে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গত দশ দিন ধরে এই সঙ্কট চলছে। আরও এক সপ্তাহ চলবে বলে বিধাননগর পুরসভা সূত্রের খবর। গরম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যা হওয়ায় বাসিন্দারা নাজেহাল হচ্ছেন। প্রতিদিন পুরসভার জল সরবরাহ বিভাগের কাছ থেকে বাসিন্দারা জলের ট্যাঙ্কার ভাড়া করতে বাধ্য হচ্ছেন।

Advertisement

পানীয় জল সমস্যার কারণ কী?

বিধাননগর পুরসভা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি টালার ট্যাঙ্কের মেরামতির জন্য এমনিতে জল কম আসছিল। নিউটাউন জলাধার থেকে সল্টলেকে কত জল দেওয়া হচ্ছে তা জানতে জনস্বাস্থ্য কারিগরী দফতর একটি মিটার বসাচ্ছে। সেই কাজের জন্য.জল কম আসছে বলেই জানান পুরসভার আধিকারিকেরা। পুরসভার জল সরবরাহ দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপন মৈত্র বলেন, ‘‘জলের সমস্যা হচ্ছে। দ্রুত সমাধানের চেষ্টা হচ্ছে।’’

Advertisement

দফতর সূত্রে খবর, জলের সমস্যা মূলত রয়েছে, বি ডি, এ জে, বি জে এবং পূর্বাচল এলাকায়। ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠিয়ে সমস্যার মোকাবিলা করা হচ্ছে। পুরসভার এক কর্তা বলেন, ৩০ টি ট্যাঙ্কার রয়েছে পুরসভায়। বাসিন্দাদের চাহিদা মতো সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। জলের জন্য ট্যাঙ্কার প্রতি ৩০০ এবং ৪০০ টাকা করে ভাড়া নিচ্ছে পুরসভা। প্রতিদিন ১০ থেকে ১৫টি ট্যাঙ্কারে জল দেওয়া হচ্ছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সল্টলেকের সেন্ট্রাল পার্কে একটি ভূগর্ভস্থ জলাধার রয়েছে। সেখানে যে পাম্প রয়েছে সেটা খুবই পুরনো। পুরসভা সূত্রের খবর, সেখান থেকে জল তোলার সমস্যা হচ্ছে। কেএমডিএ-র তৈরি ওই জলাধারে নতুন করে পাম্প বসানোর জন্য পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছে। মেয়র পারিষদ (জল) বীরেন বিশ্বাস বলেন, ‘‘জলের সমস্যার জন্য আমরা ট্যাঙ্কার পাঠাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement