কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।
নিউ গড়িয়া-রুবি মেট্রোয় ট্রেনের সংখ্যার পাশাপাশি পরিষেবার সময় বাড়ায় প্রথম দিনেই যাত্রীদের উল্লেখযোগ্য সাড়া মিলেছে।
ওই মেট্রোপথে আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন (সোম থেকে শুক্র) ৪৮টি ট্রেন চলত। সোমবার থেকে তা বাড়িয়ে ৭৪টি করা হয়েছে। পরিষেবার সময় বেড়ে হয়েছে সকাল ৮টা থেকে রাত ৮টা। এর ফলে প্রথম দিনেই প্রায় ৩৩০০ জন যাত্রী মিলেছে। মঙ্গলবারও যাত্রী-সংখ্যা ৩২০০-র কাছাকাছি ছিল। এই মেট্রো সংলগ্ন বাইপাসে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রুবি এলাকায় বাণিজ্যিক কাজকর্মের প্রসারের ফলে সেখানে অনেক রাত পর্যন্ত লোকজনের আনাগোনা থাকে। ফলে, ওই মেট্রোর পরিষেবা সম্প্রসারণের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। তা মেনেই সময় বাড়ানো হল বলে দাবি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের।
আগে দিনে গড়ে ওই মেট্রোয় ১০০০ থেকে ১৩০০ জন যাত্রী হত। এখন সংখ্যাটা ৫০ শতাংশ বেড়েছে। পরিষেবা সম্প্রসারণে উৎফুল্ল যাত্রীরাও।