Higher Secondary

উচ্চ মাধ্যমিকের নয়া পদ্ধতি নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ জুনেই

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নম্বর, ইমেল চাওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আর্যভট্ট খান

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৬:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টার পদ্ধতিতে কী ভাবে পড়াতে হবে, তার জন্য শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ জুন মাসের প্রথম দিকেই শুরু করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক হাজার জন শিক্ষক একসঙ্গে অনলাইনে এই প্রশিক্ষণ নিতে পারবেন।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, প্রতিটি স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নম্বর, ইমেল চাওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, সাধারণত অনলাইন প্ল্যাটফর্মে ১০০ জনের বেশি অংশ নিতে পারেন না। কিন্তু, প্রশিক্ষণ দ্রুত শেষ করার জন্য বিশেষ অনুমতি নিয়ে যোগদানকারীর সংখ্যা বাড়ানো হয়েছে।

তবে গরমের ছুটির পরে স্কুল খুলছে আগামী ৩ জুন। শিক্ষকদের একাংশের মতে, এই প্রশিক্ষণ হওয়া উচিত ছিল অনেক আগেই। নতুন সিমেস্টার পদ্ধতিতে শুধু পরীক্ষা পদ্ধতিই বদলায়নি, বদলেছে পাঠ্যক্রমও। নতুন পাঠ্যক্রমের সঙ্গে পাঠ্যবইও নতুন। বেলগাছিয়া মনোহর অ্যাকাডেমির শিক্ষিকা
সুমনা সেনগুপ্তের মতে, ‘‘নতুন পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি নতুন, বইও নতুন। এই অবস্থায় পড়ুয়াদের কী ভাবে পড়ানো হবে, তার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। ৩ জুন স্কুল খুলে গেলে তো একাদশের পড়ুয়ারাও ক্লাস করতে চলে আসবে। এখনও একাদশের প্রথম সিমেস্টারের বই পড়ুয়ারা পায়নি। তাদের কী ভাবে পড়াব আমরা? বই নেই, অন্তত সিমেস্টার পদ্ধতিতে পড়ানোর নির্দেশিকা চলতি মাসেই পেলে ভাল হত।’’

Advertisement

‘মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি’র নেতা অনিমেষ হালদারও বলেন, ‘‘এই নতুন সিমেস্টার চালু করার পরিকল্পনা, প্রশিক্ষণ আরও আগে থেকে করা দরকার ছিল। বহু জায়গায় নেটওয়ার্কের সমস্যা আছে। সেখানে শিক্ষকেরা কী ভাবে অনলাইনে প্রশিক্ষণ নেবেন? বহু স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক না থাকায় আংশিক সময়ের শিক্ষকেরা পড়ান। সেই সব অস্থায়ী শিক্ষকেরা কি এই প্রশিক্ষণ পাবেন? তাঁরা প্রশিক্ষণ না পেলে কিন্তু পড়ানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।’’

চিরঞ্জীব জানান, ইতিমধ্যে সিমেস্টার পদ্ধতি নিয়ে অফলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষকেরা সেই প্রশিক্ষণের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকদের বললে সেখান থেকে কিছুটা ধারণা করতে পারবেন তাঁরা। বাজারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই আসতে শুরু করেছে। সেগুলি সব বাজারে না এলেও তার সহায়িকা বইগুলি বেশির ভাগ চলে এসেছে। ওই বইগুলি দেখলেও শিক্ষকেরা একটা ধারণা পাবেন।

সংসদ সভাপতির দাবি, ‘‘একসঙ্গে এক হাজার জন প্রশিক্ষণ নিতে পারবেন। ফলে, সবার প্রশিক্ষণই দ্রুত হয়ে যাবে। কলকাতা জেলার প্রধান শিক্ষকদের অফলাইন প্রশিক্ষণ সম্প্রতি শেষ হয়েছে। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ শীঘ্রই হবে।’’

এই বছর থেকেই উচ্চ মাধ্যমিকে সিমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। অর্থাৎ, ২০২৪ সালে যারা একাদশে ভর্তি হয়েছে, তারা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক দু’টি সিমেস্টারে দেবে। নতুন এই পদ্ধতিতে টেস্ট থাকছে না। চিরঞ্জীবের দাবি, ‘‘সিবিএসই এবং সিআইএসসিই, সর্বভারতীয় এই দুই বোর্ড এখনও উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টার পদ্ধতি চালু করতে পারেনি। দেশে আমরাই প্রথম বোর্ড, যেখানে সিমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কিছু অসুবিধা থাকতে পারে। সেগুলি দ্রুত কেটে যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement