Suman Mukhopadhyay

Suman Mukhopadhyay: কোভিডে আক্রান্ত নাট্যকার সুমন মুখোপাধ্যায়

আগামী ২২ নভেম্বর ‘নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী’ নামে একটি নতুন নাটক মঞ্চস্থ করার কথা ছিল নাট্যদল ‘চেতনা’-র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০০:৪৪
Share:

নাট্য-পরিচালক নিজেই সে কথা জানালেন ফেসবুকে।

করোনায় আক্রান্ত নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়। নাট্য-পরিচালক নিজেই সে কথা জানালেন ফেসবুকে। আগামী ২২ নভেম্বর ‘নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী’ নামে একটি নতুন নাটক মঞ্চস্থ করার কথা ছিল নাট্যদল ‘চেতনা’-র। তা আর করা সম্ভব হবে না বলেই নিজের পোস্টে জানালেন পরিচালক সুমন।

ফেসবুক পোস্টে সুমন লিখেছেন, ‘আমার কোভিড পজিটিভ। এমতাবস্থায়, আগামী ২২শে নভেম্বর চেতনার ৪৯তম জন্মদিনে আয়োজিত নতুন নাটক নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী-র অভিনয় বাতিল করতে বাধ্য হচ্ছি।’ সেই সঙ্গে আলোচনা ও বই প্রকাশের অনুষ্ঠানও স্থগিত রাখা হচ্ছে বলে জানান পরিচালক।

Advertisement

তবে অনুষ্ঠান বাতিল হচ্ছে না। সুমন জানান, ২২ নভেম্বরের সন্ধ্যায় ‘কুসুম কুসুম’ এবং ‘গিরগিটি’ নাটকের অভিনয় করা হবে। এই দু’টি নাটকের জন্য আলাদা ভাবে টিকিট কাটতে হবে। আর যাঁরা ‘নতুন বিশ্ব ব্যবস্থা ও নেতাজী’ নাটকের জন্য আগে টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শেষে তিনি লেখেন, ‘‘আশা করি এই অপ্রত্যাশিত অবস্থার মধ্যে আমাদের পাশে থাকবেন। সহযোগিতা করবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement