৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে মঙ্গলবার দুপুরে সর্বদলীয় বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। ছবি: সংগৃহীত।
কলকাতা পুরসভার দুই ওয়ার্ডে আসন্ন উপনির্বাচনের নিরাপত্তা নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। অন্তত তেমনটাই সূত্রের খবর।
আগামী রবিবার কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। আগামী ৬ জানুয়ারি ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন হতে পারে। যেখানে তৃণমূল প্রার্থী হওয়ার কথা নবাগত মেয়র ফিরহাদ (ববি) হাকিমের। আজ, বুধবার উপনির্বাচনের দিনক্ষণ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই উপনির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা কী হবে, তা নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি পাঠাচ্ছেন অমরেন্দ্রবাবু। তার পরেই নির্বাচনের নিরাপত্তার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন নিয়ে মঙ্গলবার দুপুরে সর্বদলীয় বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করেন তিনি। সেখানে সিপিএমের প্রতিনিধিদলের প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনারকে। তাদের বক্তব্য, ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন করতে দু’বছর লাগলেও ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন এক মাসের মধ্যে হচ্ছে কেন। এই ‘বৈষম্য’ নিয়ে প্রশ্ন তোলেন সিপিএমের প্রতিনিধিরা। কমিশনার নিয়ম-কানুনের প্রসঙ্গ তুলে জবাব দিয়েছেন বলে খবর। বিকেলে কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ) মিরাজ খালিদের সঙ্গেও বৈঠক হয় অমরেন্দ্রবাবুর।