Partha Chatterjee

SSC Recruitment Case: নিরাপত্তা নিয়ে চিন্তা! পার্থের ভার্চুয়াল হাজিরা চাইলেন জেল সুপার, মেনে নিল আদালত

পার্থকে সশরীরে হাজিরা থেকে রেহাই দেওয়ার জন্য সোমবার চিঠিটি লিখেছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ১৩:৫২
Share:

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

শিক্ষক নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল মাধ্যমে শুনানির জন্য বিশেষ আদালতে আবেদন জানালেন প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। লিখিত আবেদন জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সেই আবেদন মঙ্গলবার বিশেষ আদালত মঞ্জুরও করেছে। একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ও ভার্চুয়াল শুনানিতে অংশ নেবেন।

Advertisement

পার্থকে সশরীরে হাজিরা থেকে রেহাই দেওয়ার জন্য সোমবার চিঠিটি লিখেছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। চিঠিতে লেখা হয়েছে, ‘সশরীরে হাজির হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার গুরুতর সমস্যা দেখা দিতে পারে।’

যদিও পার্থের আইনজীবী জানান, তাঁরা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের সঙ্গে সহমত নন। প্রয়োজনে আদালতে সেই অসম্মতির কথা তাঁরা জানাবেন। প্রসঙ্গত, গত ২ অগস্ট জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে বার করানোর সময় পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন এক মহিলা। সে সময়ই নিরাপত্তার প্রশ্ন উঠেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement