Kolkata Metro

কালীপুজোয় বিশেষ মেট্রো, শেষ পরিষেবা আরও রাতে! কবি সুভাষ-দক্ষিণেশ্বরের সূচিতে বদলের ঘোষণা

কালীপুজোতে ভিড় উপচে পড়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে। সেই ভিড়ের কথা মাথায় রেখেই রাত পর্যন্ত পরিষেবার ঘোষণা করলেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৮:২৩
Share:

কালীপুজোয় বিশেষ মেট্রো। —ফাইল চিত্র।

দু’দিন পরেই কালীপুজো। পুজোর দিনে ভিড় উপচে পড়ে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে। সেই ভিড়ের কথা মাথায় রেখেই রাত পর্যন্ত পরিষেবার ঘোষণা করলেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কালীপুজোর রাতে চার জোড়া বিশেষ মেট্রো চলবে।

Advertisement

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার কালীপুজো। উৎসবের দিনে কালীঘাট এবং দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য ভিড় করেন সাধারণ মানুষ। অনেকের আবার শহরের বিখ্যাত কিছু ঠাকুর দেখারও পরিকল্পনা থাকে। সব দিক বিবেচনা করেই মেট্রো পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর— দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। কিন্তু কালীপুজোর দিন শেষ মেট্রোর পরেও দু’প্রান্ত থেকে আরও চারটি করে বিশেষ পরিষেবা ছাড়বে।

মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯টা ৪০ মিনিটের পর রাত ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর অন্তর ‘স্পেশ্যাল মেট্রো’ চলবে। কবি সুভাষ থেকে যে চারটি বিশেষ মেট্রো ছাড়বে, তার সূচি— রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টা। অন্য দিকে, দক্ষিণেশ্বর থেকে ‘স্পেশ্যাল মেট্রো’ ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে।

Advertisement

কালীপুজোয় শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ, অর্থাৎ গ্রিন লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। অন্যান্য দিন ওই লাইনে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি পরিষেবা মেলে। কিন্তু বৃহস্পতিবার গ্রিন লাইনে ৯০টি পরিষেবা চলবে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। প্রসঙ্গত, কলকাতা মেট্রো বাকি লাইনগুলোর সূচিতে কোনও পরিবর্তন হয়নি। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কোনও ভাবেই মেট্রোতে আতশবাজি বা দাহ্যপদার্থ বহন করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement