—ফাইল চিত্র।
আগামী সপ্তাহ থেকে চালু করা হতে পারে শ্যামবাজার–হাওড়া রুটের ট্রাম পরিষেবা। রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, আজ, শনিবার পরীক্ষামূলক ভাবে ওই রুটে মহড়া হবে।
আমপানের ধাক্কায় একাধিক জায়গায় ট্রামের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছিল। এমনকি সবক’টি রুটেই বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। লকডাউন শিথিল হওয়ার পরে ধাপে ধাপে মেরামতি শুরু হয়েছিল। এখনও পর্যন্ত বালিগঞ্জ–টালিগঞ্জ, রাজাবাজার–হাওড়া এবং ধর্মতলা–গড়িয়াহাট রুটে পরিষেবা শুরু হয়েছে।
সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে শ্যামবাজার–হাওড়া রুট খুলে দেওয়া হবে। শ্যামবাজার থেকে বিধান সরণি হয়ে কলেজ স্ট্রিট ছুঁয়ে তা মহাত্মা গাঁধী রোডে পড়বে। পরে পোস্তা ছুঁয়ে হাওড়া সেতু পর্যন্ত যাবে।