সল্টলেকে ফের যৌন নিগ্রহের অভিযোগ

সল্টলেকে গণধর্ষণ-কাণ্ডে এক অভিযুক্ত এখনও অধরা। তার মধ্যেই ফের যৌন নির্যাতনের ঘটনা। ঘটনাস্থল সেই সল্টলেক। এ বার এক সরকারি অফিসে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি সল্টলেকের অরুণাচল ভবনের। সেখানকার এক মহিলা কর্মীর অভিযোগ, গত মাসের এক রবিবার জরুরি আলোচনার নামে তাঁকে নিজের ঘরে ডাকেন ওই কর্তা। ঘরে ঢুকতেই তাঁর উপরে শুরু হয় নির্যাতন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৫৩
Share:

সল্টলেকে গণধর্ষণ-কাণ্ডে এক অভিযুক্ত এখনও অধরা। তার মধ্যেই ফের যৌন নির্যাতনের ঘটনা। ঘটনাস্থল সেই সল্টলেক। এ বার এক সরকারি অফিসে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সল্টলেকের অরুণাচল ভবনের। সেখানকার এক মহিলা কর্মীর অভিযোগ, গত মাসের এক রবিবার জরুরি আলোচনার নামে তাঁকে নিজের ঘরে ডাকেন ওই কর্তা। ঘরে ঢুকতেই তাঁর উপরে শুরু হয় নির্যাতন। ওই দিনই অভিযোগকারিণী ওই কর্তার নামে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পরে ১৩ দিন কেটে গেলেও অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ।

ওই মহিলা কর্মীর আরও অভিযোগ, ওই কর্তা তাঁকে সল্টলেকের অফিস থেকে বদলির হুমকিও দেন। বদলির চিঠিও এসে গিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মী। নির্যাতিতার আইনজীবী প্রদীপ কর এবং গোরা সরকার জানান, তাঁদের মক্কেল নিরাপত্তার অভাব বোধ করছেন। ইতিমধ্যে আদালতে মহিলার গোপন জবানবন্দি নথিবদ্ধ করা হয়েছে।

Advertisement

কিন্তু অভিযোগ দায়ের হওয়ার ১৩ দিন পরেও কেন অভিযুক্তের খোঁজ পাওয়া যাচ্ছে না? এক পুলিশকর্তা বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজ চলছে।’’

নির্যাতিতা ওই কর্মী দাবি করেছেন, তিনি অরুণাচল রাজ্য প্রশাসনের কাছে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছেন। যদিও অরুণাচলের রাজ্য প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ওই কর্তা এখনও দায়িত্বে আছেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী কালিখোপুল জানান, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে তাঁদের এখনও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, অভিযোগকারিণী ওই কর্মী ছাড়াও আরও এক জনের বদলির অর্ডার হয়েছে। সবই রুটিন বদলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement