এখান থেকেই অনুরাগ ঝাঁপ দেয় বলে অনুমান।
অষ্টম শ্রেণির ছাত্র অনুরাগ বসাকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গড়ল ভিআইপি রোডের বেসরকারি স্কুলটি। শনিবার স্কুলের প্রিন্সিপাল মৌসুমী সাহা এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। কমিটির সদস্যরা ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মৌসুমীদেবী। ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কুলের তরফে কোনও গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ দিনই জ্যাংড়ার চৌমাথায় ওই ছাত্রের বাড়িতে যান শিক্ষক-শিক্ষিকারা। কেন হাত কেটে ফেলার পর সঙ্গে সঙ্গে অনুরাগের বাড়িতে জানানো হল না, তা শিক্ষক-শিক্ষিকাদের কাছে জানতে চান অনুরাগের পরিজনেরা। খুব কম সময়ের মধ্যে সব কিছু ঘটে যাওয়ায় তাঁদেরকে জানানোর সুযোগ পাওয়া যায়নি বলে অনুরাগের পরিবারকে জানান শিক্ষকেরা।
শুক্রবার সকলের নজর এড়িয়ে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দেয় বছর তেরোর ওই ছাত্র। বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। প্রেমঘটিত কারণে ওই ছাত্র আত্মহত্যা করে বলে দাবি করেন স্কুল কর্তৃপক্ষ। যদিও স্কুলের দাবি নস্যাত্ করে দেয় পরিবারের লোকজন। ওই রাতেই বাগুইহাটি থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বসাক পরিবার।