ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন সত্যজিতের অপু

ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দর জিগলারের কথায়, ‘‘ফেলিনির মাস্ত্রোয়ানি, ত্রুফোর জঁ পিয়ের লো-র মতোই সত্যজিতের সৌমিত্রও হলেন কিংবদন্তী।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮ ০৩:০৫
Share:

 ছবি: সুমন বল্লভ

তিন দশক আগে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ কলকাতায় এসে লেজিয়ঁ দ্য’নর-এ ভূষিত করেছিলেন সত্যজিৎ রায়কে। ফ্রান্সের এই সর্বোচ্চ নাগরিক সম্মান এ বার পেলেন সত্যজিতের অপু। ফরাসি রাষ্ট্রদূত আলেকজান্দর জিগলারের কথায়, ‘‘ফেলিনির মাস্ত্রোয়ানি, ত্রুফোর জঁ পিয়ের লো-র মতোই সত্যজিতের সৌমিত্রও হলেন কিংবদন্তী।’’ সেই সঙ্গে ‘ধ্রুপদী বাঙালি ভদ্রলোক বা সংবেদনশীল বাঙালি মননের প্রতিমূর্তি’ সৌমিত্রকেও কুর্নিশ জানালেন তিনি। সত্যজিৎ এই সম্মাননার সর্বোচ্চ স্তরে ‘কমঁদর’ হয়েছিলেন, তাঁর ‘ফেলুদা’ সৌমিত্র হলেন নাইট। মঙ্গলবার সন্ধ্যায় শ্যাম্পেন হাতে বাঙালির প্রিয় অভিনেতার ‘স্বাস্থ্য কামনা’য় মুখরিত হল নিউ টাউনের হোটেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement