ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সরল করার ভাবনা

ট্রে়ড লাইসেন্স পেতে সময়, অর্থ এবং আইনি জটিলতায় হয়রানি হতে হয়েছে সল্টলেকবাসীদের। দীর্ঘ দিন ধরে এই অভিযোগ ছিল বাসিন্দাদের। সেই সমস্যা মেটাতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদের বৈঠকে ট্রেড লাইসেন্স প্রক্রিয়ার সরলীকরণ করার প্রস্তাব নেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০০:৩২
Share:

ট্রে়ড লাইসেন্স পেতে সময়, অর্থ এবং আইনি জটিলতায় হয়রানি হতে হয়েছে সল্টলেকবাসীদের। দীর্ঘ দিন ধরে এই অভিযোগ ছিল বাসিন্দাদের। সেই সমস্যা মেটাতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদের বৈঠকে ট্রেড লাইসেন্স প্রক্রিয়ার সরলীকরণ করার প্রস্তাব নেওয়া হল। পাশাপাশি, সরকারি নির্দেশিকা মেনে প্লাস্টিক ব্যবহার না করলে আইনি পরিকল্পনাও নিয়েছে পুরসভা।

Advertisement

মেয়র সব্যসাচী দত্ত জানান, কাউন্সিলরদের বৈঠকে এই প্রস্তাব গৃহীত হলে পরিকল্পনা দ্রুত কার্যকর করা হবে। ট্রেড লাইসেন্স পেতে যে পরিমাণ টাকা আগে ধার্য করা হত, কার্যত তার অধিকাংশই কমানোর প্রস্তাব নেওয়া হয়েছে। কাউন্সিলরদের বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেলে সেপ্টেম্বর মাস থেকেই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে। তবে প্রশ্ন উঠেছে, এতে পুরসভার আয় কমে যাবে কি না। মেয়র জানান, ট্রেড লাইসেন্স খাতে আয় কমবে। তবে আয়ের বিকল্প পথের কথা নিয়েও আলোচনা চলছে।

পাশাপাশি মেয়র জানান, সরকারি নির্দেশিকা মেনে প্লাস্টিক ব্যবহার নিয়ে সচেতনতার প্রচারের ব্যবস্থা হবে। তার পরেও যাঁরা সরকারি নির্দেশিকা ভঙ্গ করবেন, তাঁদের ক্ষেত্রে আইন অনুসারে পদক্ষেপ করা হবে। পুরসভা সূত্রের খবর, প্রয়োজনে জরিমানা করার চিন্তাও করতে পারে পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement