গৌরব দত্ত। —ফাইল চিত্র।
প্রাক্তন আইপিএস অফিসার আত্মঘাতী। মঙ্গলবার সল্টলেকের বাসভবনে গৌরব দত্ত নামে এই অবসরপ্রাপ্ত আইপিএসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৌরব বাবুর কবজিতে গভীর ক্ষত ছিল, রক্তে ভেসে যাচ্ছিল তাঁর দেহ, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁর দেহ আবিষ্কার হওয়ার পরই আমরিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আমরিতে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
সল্টলেকের বাড়িতে একাই থাকতেন গৌরব বাবু। ২০১৮ সালের ডিসেম্বর মাসে স্বেচ্ছাবসর নেন তিনি। বরাবরই বিতর্ক তাড়া করেছে ১৯৮৬ ব্যাচের এই আইপিএস অফিসারকে।
কেশপুরে হিংসাত্মক ঘটনার সময় তিনি মেদিনীপুরের এসপি ছিলেন। ডিআইজি পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল। অবসরের আগে আইজি পদে কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন: ভারত বলল, ইমরান তো পুলওয়ামার নিন্দাই করলেন না, উল্টে বাজে সাফাই দিচ্ছেন
১৯৫৮ সালে দিল্লিতে জন্ম হয় তাঁর। তাঁর বাবা গোপাল দত্তও পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত এক জন আইপিএস ছিলেন। মেধাবী ছাত্র হিসেবেই পরিচিতি ছিল গৌরব বাবুর।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী
দিল্লির স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেছেন। নন্দন ও এসআরএফটিআই থেকে ফিল্ম স্টাডিজেও ডিগ্রি রয়েছে তাঁর।