ramzan

রমজান মাসে করোনা-বিধি মানতে আর্জি ধর্মগুরুদের

এর মধ্যেই আগামী ১ বৈশাখ থেকে রমজান মাস শুরু হতে চলেছে। বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মসজিদে নমাজ পড়ার ভিড় বাড়ে

Advertisement

মেহবুব কাদের চৌধুরী

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০৫:৫৪
Share:

প্রতীকী ছবি।

শহরে ফের কোভিড সংক্রমণ বাড়ছে। জমায়েত এড়াতে সাধারণ মুসলিমদের শবেবরাতের সময়ে প্রার্থনার জন্য কলকাতার বিভিন্ন কবরস্থানে যাওয়ার ক্ষেত্রে পুরসভার তরফে নিষেধ করা হয়েছিল। পুরসভার স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই আবেদন করা হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কলকাতা পুরসভার প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা বর্তমানে পুরসভার করোনা পরিস্থিতি সামলানোর দায়িত্বে থাকা বিশেষ আধিকারিক মনিরুল ইসলাম মোল্লা বলেন, ‘‘গত রবিবার শবেবরাতের রাতে শহরের প্রতিটি কবরস্থানে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেশির ভাগ মানুষই মাস্ক পরেননি। এমনও দেখা গিয়েছে যে মৃত ব্যক্তিকে কবরস্থ করার সময়েও কেউ মাস্ক পরেননি। এ ভাবে চলতে থাকলে আমাদের সামনে আরও বিপদ অপেক্ষা করছে।’’

Advertisement

এর মধ্যেই আগামী ১ বৈশাখ থেকে রমজান মাস শুরু হতে চলেছে। বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে মসজিদে নমাজ পড়ার ভিড় বাড়ে। রোজা রেখে (উপবাস পালন) ইসলাম ধর্মাবলম্বীরা রাতে তারাবির নমাজ পড়েন। করোনার কথা মাথায় রেখে রমজান মাসে বয়স্ক মানুষদের মসজিদে না আসার আবেদন করছেন রেড রোডের নমাজের ইমাম ক্বারী ফজলুর রহমান। তাঁর কথায়, ‘‘কোভিড আবার নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে। এই সময়ে সতর্ক না হলে ঘোর বিপদ। প্রবীণ মুসলিমদের কাছে আমি হাতজোড় করে বলছি, করোনা থেকে বাঁচতে আপনারা বাড়িতে নমাজ পড়ুন।’’ ফজলুর আরও বলেন, ‘‘যুবকেরা অবশ্যই মাস্ক পরে মসজিদে আসবেন। দূরত্ব-বিধি মেনে যাতে নমাজ পড়া হয় সে দিকে প্রতিটি মসজিদ কমিটিকে খেয়াল রাখতে হবে। মসজিদে বা নমাজিদের কাছে স্যানিটাইজ়ারও রাখতে হবে।’’

ফুরফুরা দরবার শরিফের মুখ্য নির্দেশক ত্বহা সিদ্দিকীর কথায়, ‘‘করোনার বিরুদ্ধে লড়াই করে আমাদের জিততেই হবে। তার জন্য চাই সচেতনতা। সাধারণ মুসলিমদের কাছে আমার বিনীত আবেদন, দয়া করে মাস্ক পরে মসজিদে আসুন। স্যানিটাইজ়ার ব্যবহার করুন। নমাজ পড়ার সময়ে দূরত্ব-বিধি বজায় রাখুন।’’ রমজান মাসে কোভিড-বিধি মেনে চলতে মসজিদের সামনে শীঘ্রই প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নাখোদা মসজিদের কো-ট্রাস্টি নাসের ইব্রাহিম। নাসের বলেন, ‘‘নাখোদায় নমাজ পড়ার সময়ে কোভিড-বিধি যথাযথ ভাবে মেনে চলার কথা বার বার বলছেন ইমাম। রমজান মাসে যাতে প্রত্যেকেই মাস্ক পরে মসজিদে ঢোকেন, সে বিষয়ে আমরা সকলের কাছে আবেদন করছি। মসজিদের সামনে নোটিসও টাঙানো হবে।’’ তিনি জানান, নমাজ পড়ার সময়ে দূরত্ব-বিধি মানার বিষয়টি নিয়ে মসজিদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। রমজান মাসে নিয়মিত মসজিদ জীবাণুমুক্ত করা হবে।
ধর্মতলার টিপু সুলতান মসজিদের কো-ট্রাস্টি শাহিদ আলমের কথায়, ‘‘সব নমাজিদের কাছে বিনীত আবেদন, মাস্ক অবশ্যই পরুন। বয়স্ক মানুষরা ঘরে নমাজ পড়ুন।’’ মেটিয়াবুরুজের একটি মসজিদের ইমাম উমেয়ার আহমদ বোখারির আবেদন, ‘‘রমজান মাসে মাস্ক পরে সকলকে মসজিদে আসতে অনুরোধ করছি। বয়স্ক মানুষেরা যতটা সম্ভব বাড়িতে নমাজ পড়লেই ভাল। কোভিড-যু্দ্ধে আমাদের জিততেই হবে। আর সকলে সচেতন হলেই তবেই তা সম্ভব হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement