এ ভাবেই থমকে পথ। শনিবার। — নিজস্ব চিত্র
শনিবারও যানজটের ভোগান্তি থেকে রেহাই মিলল না সাধারণ মানুষের। দলের সংসদীয় নেতাকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করেছে সিবিআই। এর প্রতিবাদে এ দিন দুপুরে যাদবপুর থানা থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন শাসক দলের কর্মীরা।
ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, সেই মিছিল যাদবপুর থানা থেকে গোলপার্ক হয়ে গড়িয়হাট মোড় দিয়ে রাসবিহারী অ্যাভিনিউ হয়ে হাজরায় পৌঁছয়। অভিযোগ, এর জেরে রাজা এসসি মল্লিক রোড, ই এম বাইপাস এবং আনোয়ার শাহ রোডের সংযোগকারী রাস্তা, গড়িয়াহাট রোড (সাউথ), রাসবিহারী অ্যাভিনিউয়ে যানজটে ভুগতে হয় বহু শহরবাসীকে। ট্র্যাফিক পুলিশের দাবি, যখন যে রাস্তা দিয়ে মিছিল গিয়েছে, সেখানেই যান চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিণ শহরতলির বিভিন্ন রাস্তাতেও যানজট হয়।
শনিবার দুপুরে নোট বাতিলের বিরোধিতা করে তৃণমূল মাদ্রাসা শিক্ষকদের একটি মিছিল মধ্য কলকাতার তালতলা থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত আসে। এই মিছিলের জেরে এস এন ব্যানর্জি রোডে আধ ঘণ্টার মতো যান চলাচল ব্যাহত হয়।
শুক্রবার দলের সংসদীয় নেতাকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারের প্রতিবাদে সিঁথি থেকে এন্টালি পর্যন্ত মিছিল করেছিলেন শাসক দলের কর্মীরা। অভিযোগ, শুক্রবারের সেই মিছিলের জেরেও যানজট হয় উত্তর শহরতলির বিভিন্ন রাস্তায়।