ক্যাডবেরি মিষ্টিতে রান্নার লড়াই

বিলিতি ক্যাডবেরির সঙ্গে বাঙালির মিষ্টির ফিউশনে ইতিমধ্যেই তৈরি হয়েছে বহু অসাধারণ রেসিপি। বছরের সেই সময়টা আবার ঘুরে এসেছে।

Advertisement

সুচন্দ্রা ঘটক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০১:১৫
Share:

বিলিতি ক্যাডবেরির সঙ্গে বাঙালির মিষ্টির ফিউশনে ইতিমধ্যেই তৈরি হয়েছে বহু অসাধারণ রেসিপি। বছরের সেই সময়টা আবার ঘুরে এসেছে। ক্যাডবেরি দিয়ে বাঙালি মেজাজের মিষ্টি বানানোর চ্যালেঞ্জ এ বার ছয় পেরিয়ে সাতে পা। ফের সেই ফিউশনের আনন্দ-উৎসবে যোগ দেওয়া যাবে নিজের রেসিপি নিয়ে। ৯৭০০০৮০৬৬৬ নম্বরে মিস্‌ড কল দিলেই নিজের নাম রেজিস্টার করানো যাবে ‘ক্যাডবেরি মিষ্টি সেরা সৃষ্টি চকো শেফ চ্যালেঞ্জ ২০১৭’-এ। শহরের বিশিষ্ট সব মিষ্টির দোকানের মালিকেরা এর মধ্যে থেকে বেছে নেবেন সেরা কয়েকটি রেসিপি। এ বারের এই মিষ্টি-চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং রাইমা সেনও। সুযোগ মিলতে পারে এই সেলিব্রিটিদের সঙ্গে নিজের রান্নাঘরে বসেই ক্যাডবেরি মিষ্টি বানানোর। মিষ্টি তৈরির এই চ্যালেঞ্জের শেষ ধাপে হবে অ্যাক্রোপলিস মলে দু’দিনের একটি মিষ্টি মেলাও। সেখানেই হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। সেখানকার বিজয়ীদের রেসিপি মেনে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৭০টি নামী দোকানেও তৈরি হবে নতুন স্বাদের ক্যাডবেরি মিষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement