Rabindra Bharati University

পদত্যাগের ইচ্ছা প্রকাশ রবীন্দ্রভারতীর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের

পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশিস সামন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৯:১৭
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

তৃণমূলের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, ছাত্র এবং শিক্ষাকর্মীদের ‘আন্দোলন’-এর জেরে শুক্রবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশিস সামন্ত। বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কে ইমেল করে আশিস জানিয়েছেন, তাঁকে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে তিনি পদত্যাগ করতে চাইছেন।

Advertisement

পদত্যাগের কারণ সম্পর্কে এ দিন আশিস বলেন, ‘‘ওয়েবকুপার (তৃণমূলের কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন) ডেপুটেশনের পরিপ্রেক্ষিতেই আমি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। আমাকে ভিসি স্যর দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু ওঁরা আমার নিয়োগের ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি এই সব জটিলতার মধ্যে থাকতে চাইছি না।’’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়েবকুপার যুগ্ম-সম্পাদক মনোজিৎ মণ্ডল বলেন, ‘‘এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চশিক্ষা দফতরের নিষেধ উপেক্ষা করে ইসি মিটিং ডেকে একের পর এক বেআইনি সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা আজ তার প্রতিবাদ জানিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার— এই দুই পদে যাঁরা আছেন, তাঁরা অনভিজ্ঞ।’’ সূত্রের খবর, সম্প্রতি কর্মসমিতির বৈঠকে সাসপেন্ড হওয়া রেজিস্ট্রারকে সম্পূর্ণ বরখাস্ত করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত বেশির ভাগ তাতে সায় দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement