রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। Sourced by the ABP
জমির সমস্যার কারণে রাজ্যে মেট্রো-সহ রেলের অন্যান্য প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলে সোমবার রাজ্যসভায় অভিযোগ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর অভিযোগ, রাজ্যে রেলের
প্রকল্প সম্পূর্ণ করতে যত পরিমাণ জমি প্রয়োজন, মিলেছে তার মাত্র ২১ শতাংশ। চালু প্রকল্পগুলি সম্পূর্ণ করার জন্য আরও ৭৯ শতাংশ জমি দরকার বলে জানিয়েছেন মন্ত্রী।
এ দিন রেলমন্ত্রী জানান, কলকাতায় নির্মীয়মাণ মেট্রো প্রকল্পগুলির মধ্যে জমি-সমস্যার কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত অংশে কাজ করা যাচ্ছে না। অন্য দিকে, নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ে
বিমানবন্দর পর্যন্ত নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পূর্ণ। এর পরের ধাপে বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর অংশে নির্মাণকাজ চললেও তার পরে জমি দখলমুক্ত করা নিয়ে রেলকে সমস্যায় পড়তে হচ্ছে।
একই ভাবে, বরাহনগর থেকে ব্যারাকপুর অংশে জলের লাইন সরানোর কাজ না হওয়ায় মেট্রো প্রকল্পের কাজ থমকে আছে বলে অভিযোগ করেছেন মন্ত্রী। জোকা-বি বা দী বাগ মেট্রো প্রকল্পে মোমিনপুরে বডিগার্ড লাইন্সের জমি রাজ্য না ছাড়ায় কাজ ব্যাহত হচ্ছে ওই অংশেও। সেখানে মোমিনপুর স্টেশন তৈরির কাজ করা যাচ্ছে না।
রেলমন্ত্রী জানান, ২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার আগে রাজ্যে মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ নির্মাণ হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে রাজ্যে ৩৮ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছে। মেট্রো প্রকল্পগুলির দ্রুত রূপায়ণের স্বার্থে রাজ্য প্রশাসনের সহযোগিতা চান তিনি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে