Sealdah

সরকারি কৌঁসুলির বিরুদ্ধেই কোর্টে বিক্ষোভ-মিছিল

কয়েক দিন আগে এক আইনজীবীর বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন সরকারি কৌঁসুলি। সেই অভিযোগকে এ দিন ‘ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন বাকি আইনজীবীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০২:৫৫
Share:

Sealdah Court

সরকারি কৌঁসুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এ বার বিক্ষোভ দেখালেন শিয়ালদহ আদালতের আইনজীবীরা। সোমবার আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যেরা জড়ো হয়ে মুখ্য সরকারি কৌঁসুলির বিরুদ্ধে স্লোগান দেন এবং আদালত চত্বরে মিছিল করেন। মুখ্য সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তীর নামে একাধিক পোস্টারও পড়েছে। তাতে অরূপবাবুকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে অভিযুক্ত করেছেন আন্দোলনকারীরা। অরূপবাবু অবশ্য সব অভিযোগ ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, কয়েক দিন আগে এক আইনজীবীর বিরুদ্ধে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন সরকারি কৌঁসুলি। সেই অভিযোগকে এ দিন ‘ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন বাকি আইনজীবীরা।

Advertisement

আন্দোলনকারীদের তরফে প্রবীণ আইনজীবী নরেশ ঘোষ বলেন, “মুখ্য সরকারি কৌঁসুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠছে। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আইনজীবীরা বিক্ষোভ দেখিয়েছেন।”আইনজীবীদের বড় অংশের দাবি, মামলা সংক্রান্ত বিভিন্ন কারণে মুখ্য সরকারি কৌঁসুলি তাঁদের নিজের ঘরে ডেকে পাঠান এবং ঘুষ দাবি করেন। তাঁর চেম্বারে নানা অপকর্ম হয় বলেও অভিযোগ। থানায় দায়ের করা অরূপবাবুর অভিযোগও অসত্য বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ।

আদালতের আর এক প্রবীণ আইনজীবীর মতে, ক্ষমতার অপব্যবহার করে অসত্য অভিযোগে জামিন-অযোগ্য ধারায় কাউকে ফাঁসালে অভিযুক্তের পেশাগত ক্ষতি হবে। সূত্রের দাবি, এ দিন অরূপবাবুর সামনেও বিক্ষোভ হয়। আন্দোলনকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপবাবুর বক্তব্য, “এত দিন কোনও অভিযোগ উঠল না। অথচ আমি অভিযোগ করার পরেই আমার বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল। সব ভিত্তিহীন ও মনগড়া।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement