Sexual Harassment

অভিযুক্তকে ‘আড়াল’, জোড়া বিক্ষোভ থানায়

গণধর্ষণে অভিযুক্ত কলকাতা পুরসভার ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধির ছেলে-সহ অন্যদের ‘আড়াল’ করা হচ্ছে, এই অভিযোগে ও ‘দোষীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ দিন পর্ণশ্রী থানায় বিক্ষোভ ছিল কংগ্রেসের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ০৮:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক ক্ষোভ আরও তীব্র হচ্ছে বেহালা এলাকায়। বিজেপি এবং সিপিএম বিক্ষোভে নেমেছিল শুক্রবারই। এ বার পথে নামল কংগ্রেস এবং এসইউসি। গণধর্ষণে অভিযুক্ত কলকাতা পুরসভার ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধির ছেলে-সহ অন্যদের ‘আড়াল’ করা হচ্ছে, এই অভিযোগে ও ‘দোষীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ দিন পর্ণশ্রী থানায় বিক্ষোভ ছিল কংগ্রেসের। বিক্ষোভে শামিল হ‌‌ন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলা (১) কংগ্রেস কমিটির সভাপতি মনোরঞ্জন হালদার-সহ অন্যেরা।

Advertisement

একই দাবিতে থানায় বিক্ষোভ দেখায় এসইউসি-ও। তার আগে এসইউসি-র নেতা-কর্মীরা বেহালার ছোটবাজারের সামনে থেকে মিছিল করেন। এসইউসি নেতৃত্বের দাবি, পুলিশের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে, ঘটনার নেপথ্যে মাদকের কারবার দায়ী। এসইউসি-র কর্মসূচিতে যোগ দেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মৃত্যুঞ্জয় রায়, সত্যজিৎ চক্রবর্তী, স্মরণিকা করগুপ্ত-সহ অন্যেরা। প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই এক নাবালক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement