Nizam Palace Kolkata

নিজামের ১৪ তলায় পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু, ছিলেন সিবিআই দফতরের নিরাপত্তার দায়িত্বে

নিজাম প্যালেসের ১৪ তলায় যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শৌচাগারে পড়ে থাকতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২২
Share:

সল্টলেকের নিজাম প্যালেসে রয়েছে সিবিআইয়ের দফতর। —ফাইল চিত্র।

নিজাম প্যালেসে কর্তব্যরত পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু। শৌচাগারে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই পুলিশকর্মীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মির আজ়াদ আলি। কলকাতা পুলিশের প্রথম ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন তিনি। নিজাম প্যালেসের ১৪ তলায় যেখানে সিবিআই দফতর রয়েছে, বৃহস্পতিবার ওই পুলিশকর্মী সেখানেই ছিলেন। সিবিআই দফতরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।

নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সিবিআই দফতরের শৌচাগারে ওই পুলিশকর্মীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আচমকা সেই দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দফতরে। পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশই ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, রাজ্যের শিক্ষা-সহ একাধিক নিয়োগ ‘দুর্নীতি’র ঘটনায় তদন্ত করছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে চলছে তদন্ত। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এই তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, তথ্যপ্রমাণও সংগ্রহ করে রাখা হয়েছে সেখানে। ফলে সিবিআই দফতরের নিরাপত্তাও আঁটসাট। সেখানেই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর আচমকা মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement