রেড রোডে শোভাযাত্রা, থমকাতে পারে শহর

আজ, মঙ্গলবার বিসর্জনের শেষ দিনে রেড রোডে শোভাযাত্রা। সেই উপলক্ষে কলকাতার ৬৮টি পুজো কমিটির ট্যাবলো শহরের বিভিন্ন প্রান্ত ধরে খিদিরপুর রোড এবং পলাশি গেটের কাছে পৌঁছবে। তার পরে সেগুলি মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে অংশ নেবে শোভাযাত্রায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০১:৫০
Share:

আলোকিত: বিসর্জনের কার্নিভালের জন্য সেজেছে রেড রোড। সোমবার। ছবি: প্রদীপ আদক

দেবীপক্ষের শেষ পর্বে ঘোরালো হতে পারে শহরের ট্র্যাফিক ব্যবস্থা।

Advertisement

আজ, মঙ্গলবার বিসর্জনের শেষ দিনে রেড রোডে শোভাযাত্রা। সেই উপলক্ষে কলকাতার ৬৮টি পুজো কমিটির ট্যাবলো শহরের বিভিন্ন প্রান্ত ধরে খিদিরপুর রোড এবং পলাশি গেটের কাছে পৌঁছবে। তার পরে সেগুলি মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে অংশ নেবে শোভাযাত্রায়। আর এর জেরেই ট্র্যাফিক যন্ত্রণার সামনে পড়তে হতে পারে রাস্তায় বেরোনো মানুষজনকে।

পুজোর ছুটির পরে আজ, মঙ্গলবার খুলছে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি এবং বেসরকারি অফিস। সেই হিসেবে আজই সপ্তাহের প্রথম কাজের দিন। সে দিনেই সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাস্তা দিয়ে ট্যাবলো যাতায়াতের ফলে যানবাহনের গতি স্বাভাবিক থাকবে না বলেই অনুমান পুলিশকর্তাদের। এ দিনই রেড রোডে অংশ না নেওয়া পুজো কমিটিগুলি স্ট্র্যান্ড রোড ধরে বির্সজন দিতে যাবে গঙ্গার বিভিন্ন ঘাটে। সঙ্গে রেড রোড আটকে এই অনুষ্ঠানের ফলে শহরের যান চলাচল ব্যবস্থা কার্যত তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করছেন ট্র্যাফিক-কর্তারা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, মূল অনুষ্ঠান বিকেল পাঁচটায় শুরু হলেও বিভিন্ন পুজো কমিটিগুলিকে সকাল থেকেই খিদিরপুর রোড, হেস্টিংস এবং পলাশি গেট রোডে হাজির হতে বলা হয়েছে। তাই সকাল থেকেই ওই সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশের অবশ্য দাবি, কিছু পুজো সোমবার রাতেই হাজির হয়ে যাবে।

আরও পড়ুন: এক চোরই সাফ করে দিল ব্যাঙ্কের ভল্ট

পুলিশ জানায়, উত্তরের যে সব পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে, তারা ভূপেন বসু অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, সি আর অ্যাভিনিউ, ধর্মতলা, কিংস ওয়ে, বাবুঘাট হয়ে খিদিরপুর রোড পৌঁছবে। দক্ষিণের পুজো কমিটিগুলিকে ইএম বাইপাস, রুবি মোড়, রাসবিহারী অ্যাভিনিউ, এস পি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, এক্সাইড মোড়, কুইন্‌স ওয়ে এবং লাভার্স লেন হয়ে খিদিরপুর রোডে পৌঁছতে হবে। ওই সব রাস্তা দিয়ে যখন পুজো কমিটিগুলি আসবে, তখন যানজটের আশঙ্কা থাকছে। তবে খিদিরপুর রোড, হেস্টিংস, লাভার্স লেন দুপুর থেকেই বন্ধ থাকবে।

সতর্ক: মিছিলের আগে পুলিশ কুকুরের পরিদর্শন। সোমবার, রেড রোডে। ছবি: বিশ্বনাথ বণিক

বিকেল ৩টে থেকে বন্ধ থাকবে ডাফরিন রোড, হসপিটাল রোড, আউট্রাম রোড-সহ রেড রোডের সংযোগকারী বিভিন্ন রাস্তাও।

লালবাজার জানিয়েছে, রেড রোডের শোভাযাত্রার প্রভাব পড়তে পারে এজেসি বসু রোড, ভবানীপুর এবং আলিপুরের বিভিন্ন রাস্তায়। রেড রোড এবং খিদিরপুর রোড বন্ধ থাকায় ধর্মতলা থেকে কোনও গাড়িকে সোজাসুজি বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। এজেসি বসু রোড হয়ে কোনা এক্সপ্রেসওয়ে বা নবান্নমুখী গাড়িকে বিদ্যাসাগর সেতু ধরতে হবে। একই ভাবে খিদিরপুর রোড বন্ধ থাকায় বিদ্যাসাগর সেতুর র‌্যাম্প থেকে নেমে কোনও গাড়ি ধর্মতলার দিকে যেতে পারবে না। এক পুলিশকর্তা বলেন, ‘‘অনুষ্ঠান শেষে অনেক ট্যাবলো ট্রেলারে চেপে নিজেদের ঘাটে ফিরবে। তাই ফিরতি পথেও যানজটের আশঙ্কা থাকছে।’’

পুলিশ জানায়, রেড রোডের শোভাযাত্রায় অংশ নেবে ৬৮টি পুজো কমিটি। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠান দেখবেন। সোমবার ছিল শোভাযাত্রার প্রস্তুতির চূড়ান্ত পর্যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিটি পুজো কমিটি ৫০ জন সদস্য এবং চারটি গাড়ি রাখতে পারবে। শোভাযাত্রার সময়ে কোথাও দাঁড়িয়ে থাকা যাবে না। চলন্ত গাড়িতেই নিজেদের অনুষ্ঠান করতে হবে। চেতলা আলাপী-র একটি পুজো কমিটির তরফে ডোনা গঙ্গোপাধ্যায় ওই অনুষ্ঠানে অংশ নেবেন বলে ঠিক আছে। গত বছর এই শোভাযাত্রায় ৩৫টি পুজো অংশগ্রহণ করেছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement