কঙ্কাল রহস্যে এ বার বিশেষ সফটওয়্যারের সাহায্য নিতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, স্টিফেন কোর্ট কাণ্ডে আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া দেহগুলিকে চিহ্নিত করতে ‘সুপার ইম্পোজিশন’ নামে একটি সফটওয়্যারের সাহায্য নিয়েছিলেন তদন্তকারীরা। এ বারেও দেবযানী দে-র ছবি ও কঙ্কাল চিহ্নিত করতে এই সফটওয়্যার ব্যবহার করা হবে।
পুলিশ জানিয়েছে, এই তদন্তে পার্থর মনের হদিস পেতে ফরেন্সিক মনোবিদের সাহায্য নেওয়া হবে। নিঠারি হত্যাকাণ্ডে সুরিন্দর সিংহ কোহলির মনের হদিস পেতেও ফরেন্সিক মনোবিদের সাহায্য নিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। লালবাজারের এক কর্তা জানান, পার্থর ঘর থেকে উদ্ধার হওয়া ডায়েরি, চিরকুট, বিভিন্ন সিডি ফরেন্সিক মনোবিদকে দেওয়া হবে। সেগুলি বিশ্লেষণের পাশাপাশি পার্থকে জিজ্ঞাসাবাদও করবেন ওই মনোবিদ। এ সব থেকেই পার্থ কেন এমন একটা কাণ্ড ঘটালেন, তার হদিস মিলবে বলে আশা পুলিশের।