Dhrubashram Home

হোম থেকে পালানো ২ আবাসিকের হদিস

মঙ্গলবার এক আবাসিককে তার বাবা-মা বেলঘরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন। সে তিলজলায় নিজের বাড়িতে পালিয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ০২:৪০
Share:

প্রতীকী ছবি

আড়িয়াদহের শ্রীগোপাল মল্লিক রোডের সরকারি হোম ধ্রুবাশ্রম থেকে পালানো ১৩ জন আবাসিকের মধ্যে দু’জনের সন্ধান মিলল। মঙ্গলবার এক আবাসিককে তার বাবা-মা বেলঘরিয়া থানার পুলিশের হাতে তুলে দেন। সে তিলজলায় নিজের বাড়িতে পালিয়ে গিয়েছিল। অন্য এক আবাসিককে সোমবার গড়িয়াহাট থেকে উদ্ধার করে পুলিশ। তার বয়স আঠারোর বেশি বলেই পুলিশ জানিয়েছে। এর বাইরে বাকি ১১ জনের এখনও খোঁজ মেলেনি বলেই খবর।

Advertisement

শনিবার গভীর রাতে আড়িয়াদহের ওই হোম থেকে ১৩ জন আবাসিক একসঙ্গে পালায়। পুলিশ জানিয়েছে, হোম কর্তৃপক্ষ তাদের জানিয়েছিলেন, পলাতকদের মধ্যে মাত্র দু’জন নাবালক। বাকি সকলেরই বয়স আঠারোর বেশি। ওই রাতে সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, সকলেই হোমের প্রধান দরজার তালা খুলে বেরিয়ে যাচ্ছে। একসঙ্গে এত জন আবাসিক পালানোর পরেই নড়েচড়ে বসে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর। ঘটনার কথা জানানো হয় বেলঘরিয়া থানাকে। আর তার পরেই সব জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।

শনিবারের ওই ঘটনার পরেই হোমের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। দফতরের একটি সূত্র জানিয়েছিল, পরিকাঠামোর অভাবে এবং নিরাপত্তারক্ষীদের যোগসাজশেই ১৩ জন আবাসিক হোম থেকে পালায়। এ নিয়ে দফতরের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে যে বেসরকারি সংস্থা থেকে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এক দফতরের কর্তা জানিয়েছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকেও এক বাংলাদেশি আবাসিক ওই হোম থেকে পালায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement