গণধর্ষণে অভিযুক্ত ধৃত

সল্টলেকে গণধর্ষণের ঘটনার ১৪ দিনের মাথায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত। ধৃতের নাম সুব্রত দত্ত। সে পাঁচ নম্বর সেক্টরে একটি সংস্থায় সুপারভাইজারের কাজ করত। মঙ্গলবার রাতে কলকাতা স্টেশন থেকে তাকে হাতেনাতে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৫:৪১
Share:

সল্টলেকে গণধর্ষণের ঘটনার ১৪ দিনের মাথায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত। ধৃতের নাম সুব্রত দত্ত। সে পাঁচ নম্বর সেক্টরে একটি সংস্থায় সুপারভাইজারের কাজ করত। মঙ্গলবার রাতে কলকাতা স্টেশন থেকে তাকে হাতেনাতে ধরা হয়। ধৃতের টিআই প্যারেডের জন্য আবেদন জানিয়েছে পুলিশ।

Advertisement

গত ৩১ মে রাতে পাঁচ নম্বর সেক্টর থেকে এক তরুণীকে গাড়িতে তুলে গণধর্ষণের ঘটনা ঘটে। তার ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে তিন দুষ্কৃতী। কিন্তু তরুণী দাবি করছিলেন, গাড়িতে চার জন ছিল। পুলিশ জানায়, ধৃত ৩ জনকে জেরা করেই উঠে আসে সুব্রতর নাম। পুলিশের দাবি, প্রাথমিক জেরায় সুব্রত অপরাধ স্বীকার করেছে।

তদন্তকারীরা জানান, ঘটনার পরেই উত্তরবঙ্গে পালিয়ে যায় সুব্রত। কিন্তু টাকা ফুরিয়ে যাওয়ায় তাকে ফিরতেই হতো। তাই তার গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল। এক পুলিশ কর্তা জানান, ওই ঘটনার প্রেক্ষিতে পাঁচ নম্বর সেক্টর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement